শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৬:৩৫:২২

সুপার হিরো নয়, মানুষের গল্প

সুপার হিরো নয়, মানুষের গল্প

নুসরাত মোহনা: বিখ্যাত ডিসি কমিক্সের খুব জনপ্রিয় একজন সুপারহিরো ফ্ল্যাশ এর একটা উদ্ধৃতি দিয়ে লেখা টা শুরু করি " To understand what I'm about to tell you, you need to do something first. You need to believe in the impossible. Can you do that? Good."

আজ রাতে কোন রূপকথা নেই ...

আজ কোন গল্পের বইয়ের সুপার হিরোর গল্পও নেই ! আজ সত্যিকারের রক্ত মাংসের মানুষের অসম্ভবকে সম্ভব করার গল্প হবে ! গল্পটা বুঝতে হলে বা বুঝে গেলে আপনিও অসম্ভব কে সম্ভব ভাবা শুরু করবেন !

আজ কোন পরিসংখ্যান নিয়ে কথা বলব না ! সেটা তো কতজনই বলে। বলেছে, বলবে ! আজ অনুভূতির কথা বলব !

আজ ২৪ মার্চ! আজ থেকে ঠিক ৩০ বছর আগে এই ২৪ মার্চে বাংলাদেশে একটা ছোট্ট শিশু জন্ম নিয়েছিল তখনও কেউ জানতো না সেই শিশুটি একদিন এই ১৭কোটি মানুষের সবচেয়ে বড় ভরসার প্রতীক হয়ে যাবে !

বাংলাদেশের নাম অন্যান্য সব দেশের থেকে উপরে দেখেছিলাম প্রথম কবে? খুব সম্ভবত সেই ২০০৯ এ যখন আই সি সি বেস্ট অলরাউন্ডার র‌্যাংকিং প্রকাশ করল তখন দেশের পতাকাটা সবার উপরে দেখেছিলাম এই মানুষটার জন্য ! এর আগে কে বিশ্বাস করত আমাদের এই ছোট্ট দেশ থেকে এও সম্ভব !

র‌্যাংকিং এর তলানীতে থাকা দেশটা থেকে দুই একজন ভাল খেলোয়াড় বের হওয়ায়ই যেখানে ভাগ্য সেখানে সব দেশের এত বাঘা বাঘা খেলোয়াড়দের পিছনে ফেলে সবার উপরে উঠে আসাও সম্ভব? তার উপর খুব বেশি খেলার সুযোগ পাওয়া যায় না ! পেলেও দল জিতে না ! একজন খেলোয়াড়ের পক্ষে তো অসম্ভব হওয়ার কথা ! কিন্তু কিছু কিছু অসম্ভব কে সমভব করার জন্যেও কিছু মানুষের জন্ম হয়!

আচ্ছা তা না হয় হওয়া গেল ! কতজনই তো হয় এক নম্বর ! কিন্তু যেই ইতিহাস পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব হয় নি তা কি করা সম্ভব? তিন ফরম্যাটে একই সাথে এক নম্বরে উঠে আসা কি সম্ভব? বিশেষ করে টেস্টে!

যেখানে এই ক্রিকেট টিমের জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত খেলেছে মোট ১০০টি টেস্ট, ব্যক্তিগত খেলোয়াড়েরা কতটা খেলার সুযোগ পেয়েছেন তা নাহয় আর বলা লাগেনা ! যেখানে অন্য দেশ গুলোর একেকজন প্লেয়ারই ১০০-২০০ টেস্ট খেলে ফেলেছে !

হুম হুম ঠিক ধরেছেন খুব করে সম্ভব ! সে এল,দেখল এবং জয় করল । ইতিহাস গড়লো নিজের হাতে ! একইসাথে সকল ফরম্যাটের হল বিশ্বসেরা!

পরিবার থেকে দূরে থেকে অনেক গুলো বছর কত কষ্টের মধ্যে দিয়ে সে এসেছিল বিশ্বসেরা হতে ! কত মানুষের আমাদের নিয়ে করা রসিকতা,ব্যঙ্গ কে জবাব দিয়ে গেছে একটার পর একটা !

অপ্রত্যাশিত ভাবে দলের নেতৃত্ব পেয়ে নিউজিল্যান্ড কে হোয়াইটওয়াশ করে ফেলে, দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও ভাগ্যক্রমে দেশের প্রতিনিধিত্ব সে-ই করে,  সব জয়ে সব ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে কোন পুরস্কার ছাড়া দেখা গেছে খুব কমই । কি বোলিং এ কি ব্যাটিং এ তার মুখোমুখি হতে ভয় পায় নি এমন দলও পাওয়া যাবেনা হয়তো !

যেন একের পর এক ভিলেন আসছে আর সে পরাজিত করছে !

সব সুপারহিরোর জীবনেই একটা দুঃখ গাঁথা থাকে যেখানে সবাই তাকে ভুল বোঝে, সবাই মুখ ফিরিয়ে নেয়, সবাই কষ্ট দেয় ! কিন্তু সুপারহিরোর কি দুঃখ পাওয়ার বা বিচলিত হওয়ার সময় থাকে? থাকে না ! কাউকে কষ্টটা বোঝানোর উপায়ও থাকেনা ! এই ছেলেটাও এরকম! কত বার কত মানুষ ভুল বুঝলো, কত শাস্তি দিল, নেতৃত্বের ভারটুকু অন্যায়ভাবে অপমান করে নিয়ে নেয়া হল তার কাছ থেকে ! অথচ সে তার কাজ টুকু ঠিকই করে গেছে! এত টুকু প্যাশন,এতটুকু ভালবাসা কমেনি!

প্রতিটা সমালোচনা প্রতিটা শাস্তি প্রতিটা আঘাত তাকে কেবল সামনের দিকেই নিয়ে গেছে!

মনে হচ্ছে না ডিসি বা মার্ভেলের কোন সুপারহিরোর জীবনকাহিনী শুনাচ্ছি? নাহ আগেই বলেছিলাম আজ রাতে কোন রুপকথা নেই। বলছিলাম আমাদের বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসানের কথা !

শুধু বাংলাদেশ কেন বিশ্বক্রিকেটেই সবচেয়ে ধারাবাহিক ভাবে পার্ফরম করে আসা ক্রিকেটার গুলোর একজন...হুম আমাদের সাকিব ! কি ভাগ্যবানই না আমরা ! এই সাকিব আমাদের ! আমাদের নিজের !

আজ তাঁর জন্মদিন !

আচ্ছা কখনো আপনাদের মনে হয় আপনারা খুব ভাগ্যবান? আমার কিন্তু খুব মনে হয় ! ভাগ্যিস সেই বিশেষ ২৪ মার্চ টা ঠিক ঠিক ৩০ বছর আগেই এসেছিল ! ৩০০ বছর আগেও নয়,৩০০ বছর পরেও নয় !

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম "সাকিব প্লিজ হারিয়ে যেও না" !

আমার মনে হয় তার হারানোর সুযোগ নেই! তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে থেকে তিনি হারাতে পারেন না ..

কারণ সাকিব আল হাসান শুধুমাত্র একজন খেলোয়াড় নন, তিনি আমাদের অসম্ভব কে সম্ভব করার বিশ্বাসের নাম, আমারাও পারি- তিনি সেই প্রমাণের নাম, তিনি রক্ত মাংসে গড়া সত্যিকার একজন সুপারহিরো !

শুভ জন্মদিন সাকিব, আপনি আরো দীর্ঘজীবী হোন। বেঁচে থাকুন কোটি হৃদয়ে বিশ্বাস হয়ে,ভরসা হয়ে , স্বপ্ন হয়ে অথবা আদর্শ হয়ে!-খেলাধুলা
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে