শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৬:৪৪:১৮

আগামী ৫দিন ভালোভাবে ঘুমাতে দালাইলামার সঙ্গে নাক ঘষাঘষি করলেন স্মিথ

আগামী ৫দিন ভালোভাবে ঘুমাতে দালাইলামার সঙ্গে নাক ঘষাঘষি করলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: শেষমেশ নাক ঘষাঘষি। তাও আবার দালাইলামার সঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের। শনিবার ধর্মশালায় সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। স্মিথ দালাইলামার আশীর্বাদ নিলেন এই ভাবেই। দালাইলামার সঙ্গে একটি রিল্যাক্সেশন সেশন করে পুরো অস্ট্রেলিয়া দল। যে খানে কী ভাবে মাথা ঠান্ডা রাখতে হবে সেটা শিখিয়েছেন তিনি।

একদিন বাদেই সিরিজের শেষ ম্যাচ। ওটাই নির্ণায়ক ম্যাচ। যা নিয়ে চাপ রয়েছে দুই শিবিরই। বিশেষ করে অস্ট্রেলিয়া অধিনায়ক। বেঙ্গালুরুতে ডিআরএস ইস্যুতে তাঁর দিকে আঙুল উঠেছে। যে কারণে মানসিকভাবে বেশ কিছুটা চাপে রয়েছেন তিনি। সেই অভিযোগ সেই সময় স্বীকারও করে নিয়েছিলেন তিনি। মাথার ঠিক ছিল না সেই সময়। এর পরই শুরু হয় বাকযুগ্ধ।
কখনও দুই বোর্ড কখনও প্লেয়াররা। আবার কখনও দুই দেশের মিডিয়া। দুই বোর্ড হাত মিলিয়ে নিলেও দুই দলের বাকযুদ্ধ থামেনি। দালাইলামার ক্লাসে টিম অস্ট্রেলিয়া।

এই মুহূর্তে সিরিজ ১-১। শেষ ম্যাচ জিততেই হবে সিরিজ জিততে হলে। দুইদলই চাইছে টেস্ট সিরিজ জিতে নিতে। তার আগে মানসিকভাবে স্বস্তি চাইছে অস্ট্রেলিয়া শিবির। যে কারণে ম্যাকলয়েডগঞ্জে দলাইলামার সঙ্গে দেখা করে পুরো দল। তাঁরা দীর্ঘ সময় কথাও বলেন দলাইলামার সঙ্গে।

স্মিথ বলেন, ''আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম, আমার ঘুমে তিনি কী ভাবে সাহায্য করতে পারেন। ও আমাকে আশীর্বাদ দিয়েছে।'' তারপরই নাক ঘষে দেন তিনি।

স্মিথ আরও বলেন, ''আমরা একে অপরের সঙ্গে নাক ঘষাঘষি করেছি। আশা করি এটা আগামী পাঁচদিন আমাকে ভালোভাবে ঘুমাতে সাহায্য করবে!'' পুরো দলের উপর এই সেশনের ভাল প্রভাব পেডছে।

বলেন,''এটা আমাদের মনকে শান্তি দেবে অনেকটাই। যে মানুষের মনে সমবেদনা ও একাত্মতা তৈরি করে। দলাইলামার মতো একজনের মুখ থেকে এগুলো শোনাটাই ভাগ্যের। আমাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা।

অনেক কিছু শিখলামও।'' স্মিথ আরও বলেন, ''এটা কঠিন খেলা। কিন্তু দিনের শেষে এটা একটা খেলা। এটা মনে রাখতে হবে। দলাইলামার সঙ্গে সাক্ষাতের পর পুরো টিম আশা করি এটা বুঝতে পেরেছে।''
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে