শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৭:১৪:২৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ আগামীকাল, যা বললেন মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ আগামীকাল, যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শনিবার মাঠে নামছে টাইগাররা।  ডাম্বুলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দিবা রাতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।  

একই ভেন্যুতে ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ভালো শুরু চায় বাংলাদেশ।  শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি এমনটাই বলেছেন।

সিরিজের প্রথম ওয়ানডে নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।  ওয়ানডে সিরিজ নিয়ে কোন চাপ নিচ্ছি না।  স্রেফ আমাদের নিজেদের খেলাটাই খেলতে হবে।  ওয়ানডে ভালো করার জন্য আমরা একটা ভালো শুরু চাই। ’

সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ড্র করেছে মুশফিকুর রহিম শিবির।  ওয়ানডে সিরিজ জিততে দলের মধ্যে কোন চাপ নেই।  এমনকি র‌্যাংকিং নিয়েও আপাতত কিছু ভাবছে না মাশরাফিরা।  তিনি বলেন, ‘সিরিজ জিততেই হবে এই ভেবে চাপ নেয়া ঠিক হবে না।  আর র‌্যাংকিং নিয়েও আমরা কিছু ভাবছি না। ’
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে