শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৭:১৭:৪০

রশিদ খানের চমকে সিরিজ জিতল আফগানিস্তান

রশিদ খানের চমকে সিরিজ জিতল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: প্রথমে স্পিনার রশিদ খানের দুর্দান্ত বোলিং। পরে ব্যাট হাতে লড়লেন রহমত শাহ। দুজনের দারুণ কম্বিনেশনে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।

শুক্রবার নিরপক্ষে ভেন্যু গ্রেটার নদিয়াদে সিরিজ জয়ের মিশনে নামে দুই দল। ৫ ম্যাচের সিরিজ ২-২ এ সমতা থাকায় শেষ ম্যাচটি ছিল ফাইনাল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। স্পিনার রশিদ খানের বোলিং তোপে ৪৮ দশমিক ১ ওভারে ২২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিং সর্বোচ্চ ৫১ রান করেন। আফগান স্পিনার রশিদ খান ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ফরিদ আহমেদ ৩টি, দৌলত জাদরান ২টি এবং গুলবাদিন নায়েব ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে রহমত শাহর সেঞ্চুরিত ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান। রহমত শাহ ১০৮ এবং সামিউল্লাহ শেনওয়ারি ৬২ রানে অপরাজিত থাকেন। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল আফগানিস্তান।
২৩ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে