শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৮:৫১:১১

মাশরাফি-মুস্তাফিজ-তাসকিন আগামীকাল খেলবেন সেটা নিশ্চিত, আরও খেলবেন যারা

মাশরাফি-মুস্তাফিজ-তাসকিন আগামীকাল খেলবেন সেটা নিশ্চিত, আরও খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এবার তাদের সামনে ওয়ানডে সিরিজ। আগামীকাল ২৫ মার্চ সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন মাশরাফিরা। আর এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আর গতকাল এই ১৬ সদস্যের দলের ১৭ নম্বর সদস্য হিসেবে ডাক পেয়েছে মেহেদী হাসান মিরাজ। কিন্তু এখন প্রশ্ন হলো আগামীকাল মাশরাফির একাদশে কারা থাকছেন?

এমন প্রশ্নের জবাবে মাশরাফি একাদশ ঘোষণা দেওয়া অনেকটাই মুশকিল। কারণ দলে কে খেলবেন আর কে খেলবেন না সেটা টিম ম্যানেজমেন্টই ভালো জানেন। তবে সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা আছে। সে দিক দিয়ে মাশরাফি, মুস্তাফিজ ও তাসকিনের খেলা এক প্রকার নিশ্চিত।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে কড়া জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই তাকে দলে দেখা যেতে পারে। এছাড়ও সাব্বির ও মোসাদ্দেক তো আছেই। যেহেতু লংকানদের বাঁ-হাতি ব্যাটসম্যান বেশি সেহেতু অফস্পিনার হিসেবে মিরাজকেও প্রথম বারের মতো খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশাল জানিথ পেরেরা, দানুস্কা গুনাথিলাকে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে