শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৯:০৫:২৩

'শুনছো বিরাট কোহলি, সেই সময় টেস্ট খেললে আমরা ৫০ টাকা পেতাম'

'শুনছো বিরাট কোহলি, সেই সময় টেস্ট খেললে আমরা ৫০ টাকা পেতাম'

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর থেকে বিরাট কোহলিদের বেতন বেড়ে দ্বিগুণ হবে। বাড়ছে ক্রিকেটের তিন ফর্ম্যাটের ম্যাচ ফিও। আইপিএল বা বিজ্ঞাপন থেকে ক্রিকেটাররা যে আয় করেন, তার পরিমাণও কিন্তু কম নয়।

বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, টেস্টে ১৫ লক্ষ, ওয়ানডে-তে ৬ লক্ষ এবং টি-২০ ফরমেটে ৩ লক্ষ টাকা করে পাবেন প্রত্যেক ক্রিকেটার। অর্থাৎ মাথা পিছু প্রত্যেকে প্রতিদিন ৩ লক্ষ টাকা করে পাবেন একটা টেস্ট খেললে। ভারতীয় ক্রিকেটারদের এই বিপুল আয় কি প্রথম থেকেই? তা কিন্তু নয়। প্রায় তিন-চার দশক আগে ছবিটা ছিল একেবারে আলাদা। একটা টেস্ট খেলে কত বেতন পেতেন সে সময়ের ক্রিকেটাররা? তার উত্তর দিলেন ভারতের সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার।

এ বছর ৮ মার্চ বেঙ্গালুরুতে হয়ে গেল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই সঙ্গে সে দিন পঞ্চম মনসুর আলি খান পটৌডি আলোচনা সভাও আয়োজিত হয়েছিল। পটৌদির স্মৃতিচারণা করতে গিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার নানা অভিজ্ঞতা শেয়ার করেন।

সে সময়ে ক্রিকেটারদের আয় প্রসঙ্গে ফারুক বলেন, "টেস্টে আমরা প্রতি দিন ৫০ টাকা করে পেতাম। শুনতে পাচ্ছ বিরাট কোহলি, পাঁচ দিন টেস্ট চললে আমাদের পকেটে আসত মাত্র ২৫০ টাকা। আমরা ক্রিকেটটা খেলতাম ভীষণ ভালবেসে এবং দেশের জন্য।"

সে সময় ক্রিকেটারদের জীবনে ২৫০ টাকা কতটা গুরুত্বপূর্ণ, তার একটি উদাহরণ দেন ফারুখ, "শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে আমি এবং গাভাস্কার চার দিনে ম্যাচ শেষ করে দিয়েছিলাম। তাতে ড্রেসিং রুমে হইচই পড়ে যায়।" পাঁচ দিন ম্যাচ টানতে না পারার জন্য সতীর্থদের রোষের শিকারও হতে হয়েছিল বলে দাবি করেন তিনি। ৫০ টাকা ক্ষতিটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তারা। এই গল্প শুনে হলের সবাই সে দিন হেসেছিল। বিরাট কোহলিও চাওড়া হাসি দেন।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে