বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৮:২৯:১৪

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

 বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার ঠুনকো অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অজিদের না আসার ফলে এগিয়ে আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই সিরিজের একটা সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু’দিন বিরতি দিয়ে সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে তারা। এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। একই মাঠে ৯ ও ১১ তারিখে শেষ দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই ১৩ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৫ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ও সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ নভেম্বরে হলেও বিপিএল টুর্নামেন্ট আয়োজনের কারণে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে