বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৯:৩৩:২৪

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্যোগ দেখে চিন্তিত ইউনুস

 আন্তর্জাতিক ক্রিকেটে দুর্যোগ দেখে চিন্তিত ইউনুস

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে আজ দুর্যোগের ঘনঘটা। এক অজানা ক্রাসের ভংকর ছোবলে ক্ষত-বিক্ষত বিশ্ব ক্রিকেট। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক ইস্যু, ভক্তদের উদ্ভট আচরণ প্রশ্নবিদ্ধ করেছে আজ ক্রিকেটকে। অথচ এই খেলাই বন্ধুত্বে বন্ধন মজবুতি করণের প্রতিক হিসেবে ব্যবহৃত হয়। বহুদিন ধরে ক্রীড়া অঙ্গণে ছোট-খাট সমস্যা থাকলেও গত অক্টোবরে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফর বাতিলের পর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ চলাকালে উচ্ছৃংখল সমর্থকদের বোতল নিক্ষেপ। আর সর্বশেষ ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল শিবসেনার পাকিস্তান বিরোধী অবস্থান। এবং সর্বপরি ভারত ক্রিকেট বোর্ড কার্যালয়ে হামলা। যার জের ধরে একপ্রকার শেষই হয়ে গেছে ডিসেম্বরে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা। বিকল্প চিন্তা হিসেবে থাকা বাংলাদেশ-পাকিস্তান-ভারত ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনার পথও এখন অনেক বন্ধ। ভারত থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে। মুম্বাইয়ের শেষ ম্যাচে ধারাভাষ্যকক্ষে থাকছেন না ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারও। দক্ষিণ-এশিয়া ক্রিকেটের চলমান পরিস্থিতি এবার মুখ খুলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। দুবাইয়ে ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ বলেছেন, ‘এটা সবসময়ই হতাশার। শুধু ভারত-পাকিস্তান বলেই নয়, এসব বিষয় যেখানেই হোক না কেন সেটা হতাশার।আমি মনে করি রাজনীতি থেকে খেলাকে অবশ্যেই দূরে রাখা উত্তম। অন্যথায় সব ক্রিকেটীয় দেশের জন্যেই এটা কঠিন, আমাদের সবারই একে অন্যের সাথে খেলা উচিত। ঠুনকো অজুহাতের দায়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও মুখ খুললেন বিশ্বসেরা এই খেলোয়াড়। তিনি বলেন, ‘ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর না করাটাও ছিল হতাশাব্যঞ্জক ঘটনা।’ নিরাপত্তার বিষয়টি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিলেন পাকিস্তানী এই তারকা খেলোয়াড়। বলেন ‘এগুলো অবশ্যই বড় চিন্তার বিষয়। যখনি এসব ঘটে, সেটা আপনার চিন্তাভাবনায় প্রভাব ফেলে। আমি জানি না যে কি হতে যাচ্ছে, কিন্তু এহুলো অবশ্যই উদ্বেগের বিষয়। আপনি চাইবেন না বিভিন্ন জায়গায় খেলা থেকে নিজেকে বিরত রাখতে। আমরা সত্যিই সব জায়গায় খেলতে চাই এবং খেলাটি উপভোগ করতে চাই।’ সূত্র : ক্রিকইনফো ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে