বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৪:৪৭:০১

ফুটবল যুদ্ধ আজ

ফুটবল যুদ্ধ আজ

স্পোর্টস ডেস্ক : ওয়ালী ফয়সাল ও তপু বর্মণকে মাত্র টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে ছেড়ে দিতে হয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের ওই দুই খেলোয়াড় এখন ঢাকা আবাহনীর পক্ষে খেলছেন। খেলোয়াড় তালিকায় নাম থাকার পরও জামাল ভূঁইয়াকে খেলানো যায়নি, তার আগের ক্লাব শেখ জামালের আপত্তির কারণে। শেখ রাসেল থেকে যারা এসেছেন সেই এমিলি, জাহিদদের ফিটনেসের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। দলীয় সমন্বয় আর পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই যাত্রাটা মোটেও সুখকর হয়নি স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর। কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলে হারের পর আজ তাদের ঘুরে দাঁড়ানোর পালা। এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ঘুরে দাঁড়ানো ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ঢাকা আবাহনী। ঢাকার দলটি মঙ্গলবার পাকিস্তানের করাচি ইলেক্ট্র্রিক এফসিকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট। এদিকে দিনের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক এফসি। ঘরোয়া ফুটবল তিন মওসুমে শিরোপাহীন ঢাকা আবাহনী। বলার মতো সফলতা নেই কোন আন্তর্জাতিক আসরেও। সেটা পুষিয়ে নিতেই মনে হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আটঘাট বেঁধে নেমেছে ঢাকার জায়ান্টারা। আসরের শুরুর ম্যাচে তার ছাপ স্পষ্ট। করাচি ইলেকষ্ট্রিক এফসি’র বিপক্ষে আবাহনীর খেলা দেখে মনে ধরেছে সকলের। মাঝ মাঠে ইমন বাবু, শাহেদ খেলেছেন দুর্দান্ত। দীর্ঘ দুই বছর জাতীয় দলে ফেলা ওয়ালী ফয়সালও এ ম্যাচে খেলেছেন দারুণ। দুই বিদেশী সানডে সিজুবা ও কেস্টার আখন থাকায় স্কোরিংয়েও সমস্যা ছিল না। তারপরেও স্কোর লাইনটা ৩-২ হওয়াতে মোটেও সন্তুষ্ট নন আবাহনীর কোচ অমলেশ সেন। তার কথায় ওই ম্যাচে প্রথমার্ধে ২-০ হওয়ার পর খেলোয়াড়দের মাঝে আত্মতুষ্টি চলে আশায় দুটি গোল হজম করতে হয়েছে। আজ এই বিষয়টির ওপর আমাদের নজর থাকবে। চট্টগ্রাম আবাহনীকে সমীহ করে এই বর্ষীয়ান কোচ বলেন, স্বাগতিক দলে জাতীয় দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। তারা প্রথম ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও ওদের নিয়ে ভয় আছে। তারা অব্যশই চাইবে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে। এদিকে ‘বি’ গ্রুপটিকে আগেই ডেথ গ্রুপ হিসেবে আখ্যা দিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিক। ইস্ট বেঙ্গলের কাছে হারের পর ওই কথার পুনরাবৃত্তি করলেন জাতীয় দলের সাবেক এই কোচ। তবে এক হারে সবকিছু শেষ হয়ে যায়নি বলে মনে করেন মানিক। যে দলটা আমি হাতে পেয়েছি, তা মোটেও খারাপ ছিল না। কিন্তু শেষ মুহূর্তে ওয়ালী ফয়সাল, তপু বর্মণ ও জামাল ভূঁইয়াকে না পাওয়ার কারণে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে হারতে হয়েছে, বলছিলেন শফিকুল ইসলাম মানিক। তবে ঢাকা আবাহনীর বিপক্ষে জয়ের আশা করছেন এই কোচ। যারা নেই তাদের নিয়ে ভেবে আর লাভ কি? গতকাল অনুশীলন শেষে মানিক বলেন, এই ম্যাচে আমাদের ডু অর ডাই খেলতে হবে। সেই প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো। দলটির অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, আবাহনীকে হারিয়ে আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই। এতে চট্টগ্রাম আবাহনীর প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে তাদের বিদেশী ফুটবলারা। তবে এ ম্যাচে গেল মওসুমে দুর্দান্ত খেলা ইয়োকো সামনিককে খেলাতে পারেন মানিক। এদিকে ঢাকা আবাহনীর কাছে হোঁচট খাওয়া করাচি ইলেক্ট্রিক এফসিও ইস্ট বেঙ্গলকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে চাইছে। আর ভারতের আই লীগের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য্য। ভারত- পাকিস্তানের এই ফুটবল লড়াই শুরু হবে বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। আজকের খেলা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ করাচি ইলেক্ট্র্রিক এফসি (পাকিস্তান)-ইস্ট বেঙ্গল (ভারত) বিকাল সাড়ে চারটা ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনী (সন্ধ্যা সাড়ে সাতটা) এমএ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম)। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে