শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ০৯:৫৫:০১

আজান নিয়ে ফিরোজের সুন্দর একটি কবিতা

 আজান নিয়ে ফিরোজের সুন্দর একটি কবিতা

পাঠকই লেখক:    কবিতার  নাম -   আজান

                     কবির   নাম -  নূরুজ্জামান ফিরোজ
           

     খুব সকালে আব্বু ডাকেন
     ওঠো আমার বাজান
    অজুর পানি সাজান,
    ঘুমের চেয়ে নামাজ ভালো
    হচ্ছে দূরে আজান।

    আরাম ছাওয়া ঘুমটা ভেঙে
    সময়টা জাগবার
    রহমতও মাগবার,
    দূর মিনারে সুর কি না রে
    আল্লাহু আকবার?

    তিনি ছাড়া আর কেউ নন
    এই পৃথিবীর রব
    বিমুগ্ধ অর্ণব,
    আজান শেখায় মানুষকে তার
    প্রভূর অনুভব।

    ভালো পথের আলো ছেড়ে
    কেউ যেনো আর না যান
    প্রভূর চাওয়ায় সাজান,
    মিষ্টি মধুর ছন্দ যাদুর
    অনিন্দ্য ডাক 'আজান'।

২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে