শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০১:২০:২৫

মায়ের সংগ্রাম দেখে দুঃখ ভোলেন ক্রিকেটার মুমিনুল

মায়ের সংগ্রাম দেখে দুঃখ ভোলেন ক্রিকেটার মুমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট দলে মুমিনুল হক সৌরভ না থাকলে সবাইকে বিস্মিত হতে হবে। একমাত্র ইনজুরি না হলে তাকে দলের বাইরে রাখার উপায় খুব একটা নেই। কিন্তু ওয়ানডেতে ঠিক বিপরীত চিত্র। ২০১৫ সালের ফেব্রুয়ারির পর তাকে আর ওয়ানডে দলে দেখা যায়নি।

এমনিতে টাইগারদের টেস্ট খেলতে হয় অনেক দিন পর পর তার উপর ওয়ানডে দলে জায়গা না পেলে প্রভাব পড়ে পারফরম্যান্স ও মানসিকতায়! তাকে ওয়ানডে দলে না রাখার যুক্তিটাও সোজা-‘মুমিনুলের ওয়ানডের পারফরম্যান্স টেস্টের মতো নয়।’ ২২ টেস্টে গড় যেখানে তার ৪৬.৮৮ সেখানে ২৬ ওয়ানডেতে গড় ২৩.৬০।

তার সতীর্থরা যখন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়তে প্রস্তুত হচ্ছিলেন ঠিক তখন বিকেএসপি-৩ মাঠে গাজী ট্যাংকের হয়ে ১২০ বলে খেলেন ১৫২ রানের দারুণ এক ইনিংস। মুমিনুলের এই ইনিংসটি কারও কাছে জবাব আর কারও কাছে প্রমাণ করার চেষ্টা মনে হয়েছে। কিন্তু তিনি তা মনে করেন না। ওয়ানডে দলে না থাকার দুঃখ থাকলেও কাউকে প্রমাণের জন্য তার ব্যাট চলে না বলেই জানান।

সতীর্থরা যখন ইংল্যান্ডের পথে, নিশ্চয় খারাপ লাগে? কিভাবে নিজেকে সান্ত্বনা দেন? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, আসলে কষ্টতো একটু হয়ই। কিন্তু যখন মন খারাপ হয় বা খারাপ লাগে তখন আমার আম্মার দিকে তাকাই। প্যারালাইসিসে তার দেহের এক পাশ অচল হয়ে গিয়েছিল। আম্মা সেখান থেকে নিজের চেষ্টাতে এখন একাই হাঁটতে পারেন। এই নিয়ে তিনি নিজে নিজে অনেক কিছু করার চেষ্টা করেছেন এখনো করছেন। তাকে দেখে আমিও হাল ছাড়ি না, আমিও কষ্ট করি, চেষ্টা করে যাই যেন সুযোগটা আমাকে খুঁজে নেয়। আসলে এটাই জীবন। কখনও ভালোর গ্রাফ উপরে থাকবে কখনো নিচে।
২৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে