শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৮:১০:১৬

সেই দুঃখ ভুললেন এনামুল হক বিজয়

সেই দুঃখ ভুললেন এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক: মাত্র তিন রানের জন্য লিস্ট ‘এ’ ক্যারিয়ারের অষ্টম শতকের কাছেও গিয়ে আটকে গেছেন এনামুল হক। তাই খানিকটা কষ্ট হয়তো ছিলই এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানের।

তবে দিন শেষে সেই শতক হারানোর যন্ত্রণা লাঘবের উপলক্ষ পেয়ে গেছেন এনামুল। আবাহনীকে ২৫ রানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে এনামুলের সঙ্গে শতক হারানোর যন্ত্রণায় পুড়েছেন ক্লাব সতীর্থ পারভেজ রসূলও। ৯১ রানে আউট হয়ে এনামুলের পাশাপাশি

‘নড়বড়ে নব্বইয়ে’ আটকে গেছেন জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার। এই শতক হারানো ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রানের শক্ত সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুলের ৯৭ রানের ইনিংসটি এসেছে ১০৯ বল খেলে। আর ৮৭ বল খেলে তিন ছক্কা আর পাঁচ চারে সাজানো রসূলের ইনিংস।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে অল্পস্বল্প রান করেছেন আবাহনীর সব ব্যাটসম্যানই। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন আফিফ হোসেন।

ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দেয়ার পর বল হাতে এক উইকেট নেয়া পারভেজ রসূলের হাতে গেছে ম্যাচ সেরার পুরষ্কার। এই জয়ে টানা পাঁচ ম্যাচ জিতলেও রান ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গাজী ক্রিকেটার্স। আর টেবিলের ঠিক পরের স্থানটাই আবাহনীর। পাঁচ ম্যাচে তিন জয়ের বিপরীতে দুই ম্যাচ হেরেছে আকাশী-নীল বাহিনী।
 ২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে