শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৪৩:৩৫

বাংলাদেশকে অনুশীলনের সুযোগ দিয়ে যা বললো সাসেক্স

বাংলাদেশকে অনুশীলনের সুযোগ দিয়ে যা বললো সাসেক্স

স্পোর্টস ডেস্ক: কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে ইংল্যান্ডের সাসেক্সে অবস্থান করছেন মাশরাফি-মুশফিকরা।

বাংলাদেশ ক্রিকেট দলকে নিজেদের মাঠে অনুশীলনের সুযোগ করে দিতে পেরে দারুণ খুশি সাসেক্স কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এক টুইট বার্তায় সাসেক্স জানিয়েছে, ‘নরফক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ’

বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় ১৬ সদস্যের বাংলাদেশ দল।  দুবাইতে ট্রানজিট এরপর দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ২৭ তারিখ বিকেল নাগাদ লন্ডন গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।  প্রথমদিন বিশ্রাম নেয়ার পর শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়ে ক্রিকেটাররা।

সাসেক্সের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোর এবং আউটডোরে শরীর গরম করার পর সাসেক্সের সেন্ট্রাল উইকেটে নেট লাগিয়েও অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।

আগামী ১২ মে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ।  আর ১ মে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াই শুরু হবে টাইগারদের।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে