শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৫৭:০৫

রশিদ-নবীদের আইপিএল সাফল্যে যা করছে আফগান সরকার

রশিদ-নবীদের আইপিএল সাফল্যে যা করছে আফগান সরকার

স্পোর্টস ডেস্ক: গলি থেকে রাজপথ, স্বপ্নের দৌড়ে আফগানিস্তান ক্রিকেট।  সৌজন্যে আফগান ক্রিকেটের দুই উদীয়মান নক্ষত্র রশিদ খান ও মোহাম্মদ নবি।  আইপিএলের দশম সংস্করণে সুযোগ পেয়েই বাজিমাত করেছে আফগানিস্তানের এই দুই ক্রিকেটার।

চলতি আইপিএলে ৪ কোটি রুপিতে রাইসিং সানরাইজার্স হায়দরাবাদ হয়ে সই করেন রশিদ।  একই দলের হয়ে ৩০ লাখ রুপিতে চুক্তি করেন মোহাম্মদ নবি।  রশিদ এবং নবির এই স্বপ্নের উত্থানকে স্বল্প দৈর্ঘের ছবির মধ্যে দিয়ে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে আফগানিস্তান সরকার।

ইতিমধ্যে ছবির নামও ঠিক হয়ে গিয়েছে।  “আফগান ক্রিকেটারস : দ্য রাইসিংস্টারস”- এই নামেই মুক্তি পেতে চলেছে ছবিটি।  ইংরাজি-সহ আরো তিনটি ভাষায় মুক্তি পাবে এই ছবি।  আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।  আইপিএল চলাকালীনই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।  আইপিএলে রশিদ এবং নবির খেলার বিভিন্ন অংশও তুলে ধরা হবে এই ছবিতে।  সঙ্গে থাকবে বিভিন্ন ক্রিকেটারের সাক্ষাতকারও।
আইপিএলে আফগান ক্রিকেটারদের সুযোগ দেওয়ায় ভারত সরকারের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগান ক্রিকেটের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ”আমাদের দেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেয়ায় ভারত সরকারের কাছে আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ। “
যুদ্ধ বিধ্বস্ত দেশকে সঙ্ঘবদ্ধ করতে ক্রিকেটকেই মূল হাতিয়ার হিসাবে অবশ্য এর আগেও ব্যবহার করেছে আফগানিস্তান।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে