শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১০:৫৬:০৮

একই দিনে 'নার্ভাস নাইন্টিজ' এর শিকার ৩ ক্রিকেটার!

একই দিনে 'নার্ভাস নাইন্টিজ' এর শিকার ৩ ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্ট একটা হলেও তিনজন খেলেছেন ভিন্ন দুই দলে। বলা হচ্ছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর কথা। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ আবাহনীর বিপক্ষে নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন গাজী গ্রুপের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় আর পারভেজ রসুল। আর ৪ নম্বর মাঠে এই দুজনকে অনুসরণ করেছেন জাতীয় দল থেকে বিস্মৃত আরেক ক্রিকেটার লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গাজী ক্রিকেটার্স। দলীয় ১৩ রানের মাথায় ফেরেন জহুরুল হক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৬১ রান যোগ করেন এনামুল। মুমিনুল ২৯ বলে ২৩ রান করে আউট হন। ৪র্থ উইকেটে পারভেজ রসুলের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন এনামুল। ১৯ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৯৭ রানে আউট হন তিনি। এনামুলের বিদায়ের পর ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলও ৮৭ বলে ৫ চার এবং ৩ ছক্কা্য় ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। গাজীর সংগ্রহ দাঁড়ায় ২৮২।

অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১২৭ বলে ৭ চার এবং ১ ছক্কায় ৯৫ রানে আউট হয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। তার দলও ৬৬ রানে হেরেছে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে প্রাইমের করা ২৮৪ রানের জবাবে রূপগঞ্জের ইনিংস ৪৯.২ ওভারে গুটিয়ে যায় ২১৮ রানে। প্রাইম ব্যাংকের পক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ক্রিকেটার রাফাতউল্লাহ মোহমান্দ। তিনি ১২৫ বলে ১০ চার এবং ৬ ছক্কায় ১২৮ রান করেন।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে