রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১২:২০:৩৯

মুম্বাই ও গুজরাতের ম্যাচে নাটকীয় মোড়, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ

মুম্বাই ও গুজরাতের ম্যাচে নাটকীয় মোড়, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ১১ রান লাগতো কিন্তু ১০ রান তুলতে সক্ষম হলো মুম্বাই! উত্তেজনায় পূর্ণ ম্যাচটি শেষ দিকে এসে একের পর এক নাটকীয় মোড় নিতে থাকে। তবে শেষটা মুম্বাই ও গুজরাতকে পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গুজরাট। ব্যতিক্রম ছিলেন ইশান কিশান। ৩৫ বলে খেলেছেন ৪৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান রবীন্দ্র জাদেজার। শান কিশানের দায়িত্বশীল ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান তুলেছে গুজরাট লায়ন্স। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৫৪ রানের লক্ষ্য দেয় সুরেশ রায়নার দল।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার মুম্বাই নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে। পার্টিব প্যাটেল ৭০ ও কুনাল পান্ডে ২৯ (নট আউট) রান করেন। ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে