বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৯:২৩:৩০

‘কিপটে’ মোসাদ্দেক, ‘শিকারি’ মুস্তাফিজ

‘কিপটে’ মোসাদ্দেক, ‘শিকারি’ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে বল হাতে নিজের দক্ষতার জানান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা শিকারির তালিকায় নাম লেখালেন মোস্তাফিজ। অপরদিকে বেশ কিপটে বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন।

চার ম্যাচে এক উইকেট নিলেও রান দিয়েছেন খুবই কম। ১২ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৪২ রান। ইকোনোমি রেট ৩.৫০। যেটা ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে কম খরুচে বোলিং।

অপরদিকে মোস্তাফিজ তিন ম্যাচে বোলিং করে ঝুলিতে পুরেছেন সাত উইকেট। তার ইকোনোমি রেট ৩.৬৪। সর্বাধিক উইকেট দখলে মোস্তাফিজের স্থান দ্বিতীয়। একে থাকা সান্টারের নামের পাশে আছে আট উইকেট।

সবমিলে ত্রিদেশীয় সিরিজে খারাপ করেনি বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে। তৃতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে বড়সড় জয় পায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বিদেশের মাটিতে প্রথমবারের মতো হারায় মুশফিক-রিয়াদরা।

এদিকে ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তার আগে প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।

৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
২৫ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে