শুক্রবার, ২৬ মে, ২০১৭, ১০:১৩:৫৯

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পাচ্ছেন নাসির হোসেন?

 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পাচ্ছেন নাসির হোসেন?

স্পোর্টস ডেস্ক: আর কয়েকদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টকে ঘিরে শেষ নেই জল্পনা কল্পনার। বাকী দলগুলোর মতো ইতিমধ্যে বাংলাদেশ দলও ঘোষণা করে ফেলেছে নিজেদের দলের।

তবে বিসিবি ঘোষিত এই দলে আসতে পারে পরিবর্তন। আর খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই তথ্য। তার ভাষায়, “একটা দুইটা পরিবর্তন হয়তো আসবে, আসতে পারে আর কি।”

তবে হঠাৎ করেই তার এই সিদ্ধান্তের কারন কি তা জানা যায়নি। এদিকে ত্রিদেশীয় সিরিজে দীর্ঘদিন পরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন নাসির হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি।

আর ত্রিদেশীয় সিরিজের শুরুর তিন ম্যাচেই দলে না থাকলেও, নিয়ম রক্ষার শেষ ম্যাচে দলে জায়গা পেয়েছেন নাসির। আর একাদশে ফিরেই নয় ওভার বল করে ৪৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নাসির। তবে বাংলাদেশ দল জিতে যাওয়ায় ব্যাট করার সুযোগ আসেনি তার।

পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনাও দেখছেন পাপন। তিনি বলছিলেন, “এতোদিন খুব একটা ভালো খেলেনি। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে তাতে আশা করাই যায়। দল ছন্দে ফিরেছে। আর ছন্দে ফিরলে আমরা যেকোনো দেশকেই হারানোর সামর্থ্য রাখি।”

উল্লেখ্য আয়ারল্যান্ডের ক্লোনটার্ফে নিজেদের শেষ ম্যাচে কিউইদের ৫ উইকেট পরাজিত করেছে বাংলাদেশ। এরই সাথে ওয়ানডে র‍্যাংকিংয়ের ৬ নম্বর অবস্থান নিশ্চিত করেছে তাঁরা।
২৬মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে