শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৬:৩২:২৭

বাংলাদেশ ক্রিকেটে এমন দিন আগে কখনো আসেনি!

বাংলাদেশ ক্রিকেটে এমন দিন আগে কখনো আসেনি!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এমন দিন আগে কখনো আসেনি। ত্রিদেশীয় সিরিজে বুধবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে প্রথমবারের মতো কিউইদের হারানোর স্বাদ পায় তারা।

এরই মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে পৌঁছায় বাংলাদেশ। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে এখন তাদের পয়েন্ট ৯৩.৩। এতে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ উঠে গেছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে।

৯২.৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শ্রীলঙ্কা। এতে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরো এগিয়ে গেল বাংলাদেশ। চলতি বছর ৩০শে সেপ্টেম্বর যারা পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। বাকি দুই দলকে মূলপর্বের টিকিট কাটতে হবে বাছাইপর্ব খেলে। পয়েন্টে অষ্টম দল এখন পাকিস্তান।

বাংলাদেশের চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে। আর নবম স্থানের দল ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ১৪ পয়েন্টে। বাংলাদেশের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করার সুযোগ আরো রয়েছে। ১লা জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সেখানে কয়েকটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট আরো বাড়বে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং
দল    ম্যাচ     পয়েন্ট
১.দক্ষিণ আফ্রিকা    ৪৫    ১২২
২.অস্ট্রেলিয়া    ৪৬    ১১৮
৩.ভারত    ৩১    ১১৭
৪.নিউজিল্যান্ড    ৪৪    ১১৪
৫.ইংল্যান্ড     ৪৪    ১১১
৬.বাংলাদেশ    ২৮    ৯৩
৭.শ্রীলঙ্কা    ৪৬     ৯৩
৮.পাকিস্তান    ৩৬    ৮৮
৯.ওয়েস্ট ইন্ডিজ    ৩০    ৭৯
১০.আফগানিস্তান    ২৮    ৫২
১১.জিম্বাবুয়ে    ৩৬    ৪৬
১২.আয়ারল্যান্ড     ২৫    ৪১

বিদেশের মাটিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়
প্রতিপক্ষ    টস     ফল     ভেন্যু     সাল
পাকিস্তান    হার    ৬২ রানে জয়ী    নর্দাস্পটন    ৩১ মে ১৯৯৯
অস্ট্রেলিয়া    হার    ৫ উইকেটে জয়ী    কার্ডিফ    ১৮ জুন ২০০৫
জিম্বাবুয়ে    হার    ৬২ রানে জয়ী    হারারে    ৩০ জুলাই ২০০৬
ভারত    হার    ৭ উইকেটে জয়ী     পোর্ট অব স্পেন    ২৫ মার্চ ২০০৭
দক্ষিণ আফ্রিকা    হার    ৬৭ রানে জয়ী     প্রভিডেনস, গায়ানা    ৭ এপ্রিল ২০০৭
ওয়েস্ট ইন্ডিজ    হার    ৫২ রানে জয়ী     উইন্ডসর পার্ক    ২৬ জুলাই ২০০৯
ইংল্যান্ড    হার    ৫ রানে জয়ী    ব্রিস্টল    ১০ জুলাই ২০১০
শ্রীলঙ্কা    হার    ৩ উইকেট জয়ী    পাল্লেকেলে    ২৮ মার্চ ২০১৩
নিউজিলান্ড    জয়    ৫ উইকেট জয়ী    ডাবলিন    ২৪ মে ২০১৭

বি দ্র: ১৯৯৮ সাল থেকে বিদেশের মাটিতে মোট ৪০ বার জিতেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয়টি এসেছিল কেনিয়ার বিপক্ষে ভারতের হায়দরাবাদে।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে