শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৮:১৬:১৭

কিছু টাইগার ভক্তের ‘অসভ্যতায়’ ক্ষুব্ধ প্রিয়তি

কিছু টাইগার ভক্তের ‘অসভ্যতায়’ ক্ষুব্ধ প্রিয়তি

বিনোদন ডেস্ক: বাংলাদেশি বংশদ্ভুত মাকসুদা আক্তার প্রিয়তি আয়ারল্যান্ডের বাসিন্দা। এমনকি তিনি সেখানকার একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। সেখানকার মিজ আয়ারল্যান্ডও নির্বাচিত হয়েছিলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে তিনি আয়ারল্যান্ডের মাঠের গ্যালারিতে বসে খেলা দেখেন। সেখানকার বাংলাদেশি ক্রিকেট দর্শকদের আচরণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন যে, বাংলাদেশি দর্শকরা সেখানে নারীদের নিয়ে এমন উগ্র মন্তব্য করেছে তাতে বাংলাদেশি হিসেবে আমি অনেক লজ্জিত হয়েছি। নিচে তার স্ট্যাটাসটি দেয়া হলো-

কথাগুলো শেয়ার করবো কি করবো না এই ভাবতে ভাবতে দুইদিন চলে গেলো , শেষ মুহূর্তে যখন ভাবলাম যে, এইটি দেশের ভাবমূর্তি নষ্ট করে তার জন্য সমালোচনা হলেও মুখ খোলা উচিত।

সবাই জানেন ,আয়ারল্যান্ড এ 'বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড' এর শেষ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব এ । মাঠের আশেপাশে জায়গা একেবারে কম থাকায় টেম্পোরারি গ্যালারী স্থাপন করতে পারেনি, (তাহলে কেনইবা ঐ মাঠে খেলা ফেলেছে তাও আমার বোধগম্য নয়) সুতরাং ক্রিকেট প্রেমীদের মাঠের ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে ই খেলা দেখতে হয়েছে সারাদিন।

এদিকে, আমি সহ কয়েকজন অতিথি ও ক্রিকেট অফিসিয়ালস দের এই ক্লাব এ দোতলায় একটি জায়গা বরাদ্দ করে রেখেছিলেন ক্রিকেট ম্যাচ আয়োজক করতিপক্ষ , আর নীচে ছিলেন সব খেলোয়াড়রা এবং প্রেস। অতিথিদের মধ্যে ছিলেন খেলার স্পন্সরস অফিসিয়ালস এবং নিউজিল্যান্ড খেলোয়াড় দের বৌ এবং বাবা-মা অর্থাৎ পরিবার।

যাইহোক, সিকিউরিটি সিস্টেম জোরদার না থাকায় , বাংলাদেশীরা যারা খেলা দেখতে এসছিলেন, তারা একে একে করে উপরে আসতে শুরু করলেন । ওকে ভালো কথা, দেখুন , খেলা দেখুন । কিন্তু আপনারা শুরু করলেন কি ? আপনারা শুরু করলেন গাঁজা খাওয়া আর সাথে গলা ফাটিয়ে বাজে বাজে শব্দ ব্যবহার করা । আপনাদের মধ্যে এতটুকু সেন্স আসলো না বা কাজ করলো না , আমি সহ এইখানে অন্যদেশের কয়েকজন মেয়ে বসে খেলা দেখছে । এতোবছর বাইরে থেকে এতো টুকু ভদ্রতাও শিখেননি ? এইগুলো কি বাঙালীপনা ?

দুপুরে লাঞ্চ এর সময় পরিচয় হয়েছিলো সেই নিউজিল্যান্ড থেকে আসা সেই পরিবারগুলোর সাথে। পরিস্থিতি যখন এমন বাজে তখন তাদের মধ্যে একজন আমাকে বললেন ,'' Jesus !! This is how they treat their woman? ''

আমি সত্যি ঐ জায়গাটায় বাংলাদেশি সাপোর্টার হয়ে দাঁড়িয়ে থাকতে পারিনি লজ্জায়। দুঃখের সাথে বলছি, আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে যাই না কেন , সভ্য হতে এখনো অনেক দেরী।

মাফ করবেন, আপনাদের মনে রাখা জরুরী যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আপনারা সবাই , প্রতিটি বাংলাদেশি মানুষ । দেশকে ভালবাসলে দেশের ভাবমূর্তি কেও ভালবাসুন শুধুমাত্র খেলাকে নয় ।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে