শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৮:২২:২৭

তামিমের উপরেই নির্ভর করবে বাংলাদেশের সাফল্য!

তামিমের উপরেই নির্ভর করবে বাংলাদেশের সাফল্য!

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। ইনিংসের শুরুতে দায়িত্বশীল ব্যাটিং করে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়া কিংবা লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা- দুই ক্ষেত্রেই তামিমের জুড়ি মেলা ভার। গেল তিন বছরে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সাফল্যের অন্যতম কারিগর বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম। বাংলাদেশের ভক্ত-সমর্থকদের সঙ্গে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এবার যোগ দিয়েছে তামিম বন্দনায়। শুক্রবার এক ভিডিওতে তামিমের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে ওয়েবসাইটটি জানিয়েছে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ওপর আলাদা করে চোখ রাখতে হবে। কারণ তার ব্যাটিংয়ের ওপর বিশেষভাবে নির্ভর করবে বাংলাদেশের সাফল্য।

১১ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। মাঠের ধারাবাহিক সাফল্যে ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে তারা। দলের সবাই নিজ নিজ জায়গা থেকে দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন নিঃসন্দেহে। তবে সবার মাঝেও তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ২৮ বছর বয়সী তামিম যেন অনন্য! কারণ তার ভালো খেলার ওপর যে বাংলাদেশের জয়-পরাজয় অনেকাংশে নির্ভর করে! শুধু তাই নয়, গেল তিন বছরে ব্যক্তিগত পারফরম্যান্সে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ছাড়িয়ে ভিন্ন উচ্চতায় উঠে গেছেন তামিম। ক্রিকইনফোর পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।

ক্রিকইনফোর ভিডিওটির পরিসংখ্যানে গ্রহণ করা হয়েছে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত সময়সীমার মধ্যে খেলা ওয়ানডে ম্যাচগুলোকে। নির্ধারিত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এমন ওপেনারদের মধ্যে তৃতীয় সেরা রানের গড় তামিমের। তিনি এ সময়ের মধ্যে খেলেছেন ২৪টি ওয়ানডে। ৫৬.৬৬ গড়ে করেছেন ১১৯০ রান। তার উপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৬৫.৪৮) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৫৬.৮৯)।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপের পর ২৩ ইনিংসে তামিম সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। অথচ তার আগের ৪টি সেঞ্চুরি এসেছিল ১৪০ ইনিংসে। মানে নিয়মিত বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে ফেলেছেন তিনি। তামিমের ধারে কাছেও নেই জাতীয় দলের বাকিরা। কারণ বিবেচিত সময়ের মধ্যে বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলেই যে করেছেন তামিমের সমান ৪টি সেঞ্চুরি! তামিম যে ২৩টি ইনিংস খেলেছেন তার ১৪টিতে বাংলাদেশ জিতেছে। সে ম্যাচগুলোতে তামিমের গড় প্রায় আকাশছোঁয়া, ৭৬.৮৩! বাকি ৯টি ইনিংসে তামিমের রানের গড় মাত্র ২২.৬৬। তামিমের সে সব বাজে দিনগুলোতে টাইগারদেরও সঙ্গী হয়েছে হার।

১০ বছর আগে ওয়ানডে ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন তামিম। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত ১৬৯টি ওয়ানডে খেলেছেন। ১৬৭ ইনিংসে ব্যাট করে ৩৩.৪৩ গড়ে ৫৪৫০ রান সংগ্রহ করেছেন। ৮টি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি ৩৬টি। সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংসটি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষেই বুলাওয়েতে।

আগামী ১ জুন ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। গ্রুপ 'এ'তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের বাধা পাড়ি দিয়ে সেমিফাইনালে নাম লেখাতে হলে সেরাটা উজাড় করে দিতে হবে বাংলাদেশ দলকে। আর সেক্ষেত্রে তামিমকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের ব্যাটিংয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফির নিজের ব্যাটিংকে আরও ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি। প্রস্তুতি ম্যাচ খেলে। আগামীকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে