শুক্রবার, ২৬ মে, ২০১৭, ১০:৫৮:০১

খুলনার কোচ হচ্ছেন লংকান জয়াবর্ধনে

খুলনার কোচ হচ্ছেন লংকান জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনও বাকি পাঁচ মাস। তবে এর আগেই জনপ্রিয় টি-টুয়েন্টি আসরটির দামামা শুরু হয়ে গেছে ক্রিকেট পাড়ায়। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নেমে গেছে ঘর গোছাতে।

খুলনা টাইটান্স তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছে শুক্রবার। শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে আগামী দুই আসরের জন্য চুক্তিবদ্ধ করেছে দলটি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটান্স কর্তৃপক্ষ।

গত আসরে চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন জয়াবর্ধনে। সে আসরে খুলনার কোচ ছিলেন অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ল। এ অস্ট্রেলিয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন এ লঙ্কান কিংবদন্তী। তবে কোচিংয়ে নতুন নন তিনি। চলতি আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনেই আইপিএলের ১০তম আসরের শিরোপা জিতেছে মুম্বাই।

খুলনার দায়িত্ব নিয়ে জয়াবর্ধনে বলেছেন, ‘আমি গত বছর বিপিএল খেলে অনেক উপভোগ করেছি। আর এটাই আমাকে আগামী আসরে সাফল্যের প্রেরণা যোগাবে। বিপিএল বাংলাদেশের জন্য দারুণ একটি টুর্নামেন্ট। আর আমি অন্যতম ফ্র্যাঞ্চচাইজি দল খুলনা টাইটান্সের অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত।’

উল্লেখ্য, মাহমুদউল্লাহর নেতৃত্বে খুলনা টাইটান্স গত আসরে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ারে ওঠে। তবে শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হয় দলটিকে।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে