শনিবার, ২৭ মে, ২০১৭, ০৯:৪১:১১

এ কেমন প্রতিজ্ঞা করলেন মাশরাফি!

এ কেমন প্রতিজ্ঞা করলেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিক্ষীত বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ।  চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার চ্যালেঞ্জ নিয়েই আজ লড়াই করবে টাইগাররা।

১ জুন ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  তার প্রথমটি আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে।  বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।  পাকিস্তানের বিপক্ষেও আত্মপ্রত্যয়ী মাশারফি বিন মুর্তজা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশারফি বলেন, ‘যদি আপনি কিছু করতে চান তাহলে সে দিনটি আপনার করে নিতে হবে।  সামনে এগিয়ে যেতে হবে।  পাকিস্তান বরাবরই ভালো দল।  যখনই আমরা তাদের বিপক্ষে খেলেছি, তখনই তারা আমাদের চেয়ে শক্তিশালী দল ছিল।  তবে এটা এমনই একটি টুর্নামেন্ট যেখানে বড় দলগুলো চাপের মধ্যে থাকবে।  পাকিস্তান খুবই ভালো দল, যারা যেকোনো দলকে গুড়িয়ে দিতে পারে।  চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ভালো সুযোগ রয়েছে।  তবে তাদের বিপক্ষেও আমাদের সুখস্মৃতি রয়েছে।  আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব। ’

এখন বেশ কয়েকজন তারকা বোলার রয়েছে বাংলাদেশ দলে।  এই নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা একজন বোলারের উপর নির্ভরশীলতার বিষয় নিয়ে উদ্বিগ্ন নই।  কারণ আমাদের দলে বেশ কয়েকজন কোয়ালিটি বোলার রয়েছে।  তবে মুস্তাফিজ গেল কয়েক বছর ধরে আমাদের জন্য অসাধারণ কিছু করে দেখিয়েছে।  অস্ত্রোপচারের পর সে বেশ শক্তিশালীভাবে ফিরে এসেছে।  আশা করছি সে আমাদের জন্য বিরাট ভূমিকা পালন করবে। ’

মাশরাফি আশা করছেন, সামনে ব্যাটিং ও বোলিংয়ের মতো ফিল্ডিংটাও ভালো হবে বাংলাদেশের।
২৬মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে