শনিবার, ২৭ মে, ২০১৭, ১২:৩১:২৫

মুস্তাফিজ আরও অনেক ভালো করবে: মাশরাফি

মুস্তাফিজ আরও অনেক ভালো করবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: চোট, অস্ত্রোপচার আর দীর্ঘ পুনর্বাসনের ধকল; মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বোলিংয়ে পুরনো ঝাঁঝ আনতে বেশ বেগ পাচ্ছিলেন। কিন্তু বাঁহাতি এই পেসার ত্রিদেশীয় সিরিজে যেভাবে বল করেছেন তাতে চেনারূপ ফিরে পাচ্ছেন বলেই আত্মবিশ্বাসী হওয়া যায়। মাশরাফি বিন মুর্তজাও তাই তরুণ সতীর্থকে নিয়ে বেশ নির্ভার। কোন উদ্বেগ নেই জানিয়ে টাইগার অধিনায়ক বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করবে মোস্তাফিজ।

শনিবার এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার দলের প্রত্যাশা, ফিল্ডিং আর মোস্তাফিজকে নিয়ে আশার কথাই বললেন মাশরাফি।

আয়ারল্যান্ডে ৪ ম্যাচের তিনটিতে বোলিংয়ের সুযোগ পেয়ে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সেটি টেনে মাশরাফির আশা, ‘অস্ত্রোপচারের পর ও দারুণভাবে ফিরে এসেছে। ওকে নিয়ে কোন উদ্বেগ নেই। গত কয়েক বছর ধরেই ও আমাদের জন্য ভালো করছে। সামনে আরো ভালো কিছু করে দেখাবে। তাছাড়া আমরা এক বোলারের ওপরও নির্ভর করছি না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয় তুলে নেওয়া সম্ভব হলেও চারটি ক্যাচ ফেলার স্মৃতি টাটকাই। বড় মঞ্চে নেমে তাই ফিল্ডিংয়ে উন্নতিতে মরিয়া টাইগার অধিনায়ক, ‘বাজে দিনগুলোতে আপনাকে সব নিয়েই ভাবতে হবে। শেষ ম্যাচেও আমরা বেশ কয়েকটা ক্যাচ ছেড়েছি। বড় মঞ্চে আমরা আবারো একই ভুল করতে পারি না। ফিল্ডিংয়ে সঙ্গে আশা করি আমাদের ব্যাটিং-বোলিংও ঠিক পথে থাকবে।’

সেই বড় মঞ্চে নামার আগে টাইগারদের আত্মবিশ্বাসের রসদ বাড়াচ্ছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠাটা। সেটা সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো সামনে এগোতে চান মাশরাফি, ‘আমরা ধীরে ধীরে ছয়ে উঠেছি, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আসাটা আমাদের জন্য আনন্দের। আমরা আরো সামনে এগোতে চাই। যতদূর সম্ভব এগোতে চাই।’

দল আজকে যে পর্যায়ে পৌঁছেছে সেজন্য গত তিন বছর খেলা সকলকেই কৃতিত্ব দিচ্ছেন ম্যাশ। বর্তমান দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা কিনা এমন প্রসঙ্গে বললেন, ‘বাংলাদেশ দলে যখন যারা খেলেছে, সবাই গ্রেট। সবাই দেশের জন্য সেরাটা দিয়েছে। গত তিন বছরে খেলা সবারই বিশেষ ধন্যবাদ প্রাপ্য। তাদের অনেকেই হয়তো ড্রেসিংরুমে নেই, কিন্তু তারা সবাই ধন্যবাদ পাবে।’

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। আদতে গ্রুপ অব ডেথ বললেও দারুণ কিছুর প্রত্যাশা টাইগার দলপতির, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য কঠিনই হতে যাচ্ছে। কঠিন গ্রুপ। তবে নিজেদের দিনে যেকোনো কিছুই হতে পারে। ম্যাচের চিত্র বদলে দিতে পারার মত খেলোয়াড় আমাদের আছে। একটা দল হয়ে খেললে দারুণ কিছুই সম্ভব। আমরা এটাই করে আসছি।’
২৭মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে