শনিবার, ২৭ মে, ২০১৭, ০৪:৪৯:১৪

তামিমের ঝকঝকে ফিফটি, বাংলাদেশের ১০০ পার

তামিমের ঝকঝকে ফিফটি, বাংলাদেশের ১০০ পার

স্পোর্টস ডেস্ক: ৪১ বলে ৭ চার ২ ছয়ে ফিফটি পূর্ণ করেছেন তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.৩ ওভার শেষে ১ উইকেটে ১০৪ রান। আউট হয়েছেন সৌম্য সরকার।

চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ের আগে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল। বার্মিংহ্যামের এজবাস্টনে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ৩.৩০টায়।

প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দলে ফিরেছেন ইমরুল কায়েস। সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। এরপর ৩০ মে, মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ভারত।

প্রসঙ্গত, ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
২৭ মে ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে