শনিবার, ২৭ মে, ২০১৭, ০৫:০২:৩৩

শুধু সামনে এগিয়ে যেতে চাই: মাশরাফি

শুধু সামনে এগিয়ে যেতে চাই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তো কেবল শুরু। র‌্যাংকিংয়ে ৬ নম্বর দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি। এটা আমাদের জন্য অবশ্যই খুশির। দলের সবাই খুশি। তবে, আমরা এখানে থেমে যেতে চাই না। আরও এগিয়ে যেতে চাই। বিশ্ব ক্রিকেটে যতদুর যাওয়া যায় ততদুর এগিয়ে যেতে চাই। কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শুক্রবার কথাগুলো বলেন বাংলাদেশ অধিনায়ক। ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলছে বাংলাদেশ। তারওপর গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মত শক্তিশালি দলের বিপক্ষে। এ নিয়ে অনুভুতি এবং চিন্তা-ভাবনা কী মাশরাফির। সেগুলোই তিনি তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে।

র‌্যাংকিংয়ে ৬ নম্বরে ওঠার কারণে আনন্দের আতিশয্যে ভেসে যেতে চান না মাশরাফি। বিশেষ করে সামনে যখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের, তখন তো এর প্রশ্নই আসে না। তারওপর বাংলাদেশকে খেলতে হবে লন্ডনের দ্য ওভাল এবং কার্ডিফের ওয়েলস স্টেডিয়ামের মত প্রতিকুল পরিবেশে।

মাত্র দুই বছরের ব্যবধানে পরিবর্তন হয়েছে অনেক। দুই বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, তখন ওয়ানডে র‌্যাংকিংয়ে অবস্থান ছিল ৯। দুই বছরের ব্যবধানে সেই অবস্থান এখন ৬ নম্বরে। অভাবনীয় উন্নতি। এই উন্নতি এমনি এমনি আসেনি। কঠোর পরিশ্রম আর অসাধারণ ধারাবাহিকতার ফলে বাংলাদেশ আজ এই অবস্থানে। ত্রি-দেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ৬ নম্বর অবস্থানে থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ।
২৭ মে ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে