শনিবার, ২৭ মে, ২০১৭, ০৫:৪২:৩৩

সেই তামিম বাঘেই খাচ্ছে...

সেই তামিম বাঘেই খাচ্ছে...

স্পোর্টস ডেস্ক: কথায় আছে, 'বনের বাঘে খায় না, মনের বাঘে খায়'- পাকিস্তানের দশা এখন এমনই।  চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে নামার আগে সাংবাদিকদের সামনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, তামিম ইকবালের ওপর তাদের তীক্ষ্ণ দৃষ্টির থাকবে।

ড্যাশিং ওপেনারের তাণ্ডবের কারণেই এমনটা বলেছিলেন তিনি।  সেই ভয়ই পেয়ে বসলো তার দলকে।  তামিম বাঘেই খাচ্ছে তাদের।

পাকিস্তানী বোলারদের নাস্তানাবুদ করছেন তামিম।  উদ্বোধনী সঙ্গী সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ের সময় শান্ত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।  সৌম্যকে খেলানোর জন্যই হয়ত এমনটা করছিলেন তিনি।

কারণ সৌম্যের বিদায়ের পর পরই হাত খুলে পেটাতে থাকেন তিনি।  অর্ধশত করেন ৪১ বলে।  ৭ বাউন্ডারি ও দুটি ছক্কায় দুর্দান্ত অর্ধশতক হাঁকান এই ড্যাশিং ওপেনার।

এরপরও থেমে নেই তার ব্যাট, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তুলোধুনো করছেন পাকিস্তানী বোলারদের।  ক্রিজে আছেন তামিম ৭১ বলে ৭৭ রান এবং কায়েস ৫০ বলে ৫৪ রান নিয়ে।    
২৭ মে ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে