সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৯:৫৭:১৫

ধোনির বাড়িতে গেলো পুলিশ

 ধোনির বাড়িতে গেলো পুলিশ

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলল সরফরাজ বাহিনী। কোহলিদের ১৮০ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে গিয়ে ওভালে ভারতকে গুড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান।

পাকিস্তানের কাছে কোন পাত্তাই পেল না ভারত।  এদিকে পাকিস্তানের বিরুদ্ধে হারার পরই রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে বিশেষ নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।  চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরই দেশটির পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে।  পাকিস্তানের সাথে লজ্জাজনক হারে ভারতীয় জনগণ ক্ষিপ্ত হয়ে আছে।

রবিবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চূড়ান্ত ব্যর্থ ধোনি।  পাকিস্তানের দেওয়া ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে মাত্র চার করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।  ম্যাচে ব্যর্থ, তাই তার বাড়িতে হামলা হতে পারে এই আশঙ্কায় ভারতের ঝাড়খণ্ড পুলিশ এই বাড়তি সতর্কতা নিয়েছে।

কারণ এর আগে, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরে হামলা হয়েছিল ধোনির বাড়িতে।  বিষয়টি বিবেচনা করেই কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ধোনির বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২০ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে