সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৩:০৫:৫৮

কোহলিদের হারের পর একি লিখলো ভারতীয় মিডিয়া?

 কোহলিদের হারের পর একি লিখলো ভারতীয় মিডিয়া?

স্পোর্টস ডেস্ক: একি লিখলো ভারতীয় মিডিয়া? চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার অপেক্ষায় ছিল ভারতবাসী। কারণ শুরু থেকেই ফেভারিট ছিল বিরাট অ্যান্ড কোং। তাই ট্রফি হাতে তাদের বরণ করে নিতে আয়োজনই চলছিল দেশজুড়ে। কিন্তু সবকিছু ভণ্ডুল করে দিলো আইসিসি!

ভাবছেন, ভুল বলা হলো। আইসিসি কিভাবে ভণ্ডুল করবে? প্রতিপক্ষ তো ছিল চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তাদের কাছেই তো শোচনীয় পরাজয় হলো বিরাট অ্যান্ড কোং এর।

কিন্তু ভারতকে হারানোর জন্য নাকি ষড়যন্ত্র করেছিল আইসিসি। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে কলকাতার একটি নিউজ পোর্টাল।

তাদের প্রকাশিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'আইসিসির ভুলের মাশুল কি দিতে হল ভারতকে? পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের কারণটা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে টিম ইন্ডিয়ার জন্য যে হোটেল ঠিক করা হয়েছিল, সেখানে ইলেকট্রিক না থাকায় সারারাত নাকি ঘুমোতে পারেননি বিরাটরা!'

আর এই কারণেই নাকি হেরেছে ভারত!

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সেরে ছিলেন। বলা যেতে পারে, টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার লক্ষ্যে কড়া অনুশীলন করেছিলেন কোহলিরা। তার পরে রবিবারের বড় ম্যাচের আগে যখন তারা একটু তাড়াতাড়ি বিশ্রামে যাবেন বলে মনস্থির করে ফেলে। সেটা মাথায় রেখে প্রতিটা ক্রিকেটাররা টিম হোটেলে যে যার ঘরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে দেখতে পান, ঘরের এসি বিকল হয়ে রয়েছে। কয়েকজন ক্রিকেটার অভিযোগ করেন যে, এসির পাশাপাশি ঘরের ইলেক্ট্রিসিটিও ঠিকঠাক নেই৷ ঘন্টাখানেক পর এসি ঠিক করে দেওয়া হলেও ঠিক মতো ঘুম হয়নি ভারতীয় দলের কারোরই। রাতের ঠিক মতো বিশ্রামই কি টিম ইন্ডিয়ার হারের কারণ তাহলে?'

প্রশ্নটা তারা তুলে রেখেছেন এভাবেই। তার মানে কী, ভারতের হারের জন্য দায়ী আইসিসি আর এসি!
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে