সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৪:২৭:০২

গতকাল ম্যাচ ফিক্সিং হয়েছে তা জানতেন না শুধু পান্ডিয়া: কামাল রশিদ খান

গতকাল ম্যাচ ফিক্সিং হয়েছে তা জানতেন না শুধু পান্ডিয়া: কামাল রশিদ খান

স্পোর্টস ডেস্ক: গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে 'আনপ্রেডিক্টেবল' পাকিস্তানের সামনে ধসে পড়ল পরাক্রমশালী ভারত। ব্যাটিং কিংবা বোলিং-কোনোদিক দিয়েই এদিন পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেনি বিরাট কোহলির দল।

পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভারতের এমন বিশাল পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেনা ভারতীয় জনপ্রিয় অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান। তিনি ভারতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে বিরাট কোহলিকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

কামাল রশিদের কয়েকটি আক্রমণাত্মক টুইট তুলে ধরা হলো-
 
১.ভারতীয় দলের সব ক্রিকেটারকে ক্রিকেট খেলা থেকে সরকারের আজীবন নিষিদ্ধ করা উচিত।  কেননা, তারা নিজেদের এবং ভারতের সম্মানকে বিক্রি করে দিয়েছে।
 
২. পাকিস্তানের কাছে ১৩০ কোটি ভারতীয় নাগরিকের সম্মান বিক্রি করে দেয়া বিরাট কোহলিকে আজীবনের জন্য ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা উচিত।  তাকে  দল থেকে ছেঁটে ফেলা উচিত। '
 
৩. #বিসিসিআইপিভিটিলিমিটেডের কাছ থেকে সরকারের উচিত স্বীকৃতি কেড়ে নেয়া।  কেননা, তারা খেলোয়াড়দের নিয়ে ১৩০ কোটি মানুষকে বোকা বানিয়ে ম্যাচ ফিক্সিং করে কোটি কোটি টাকা কামিয়েছে।
 
৪. লন্ডন থেকে এয়ারপোর্টে নামার সময় লোকজনদের উচিত খেলোয়াড়দের উদ্দেশ্যে ডিম এবং টমেটো ছুঁড়ে মারা।  কেননা, তারা হলো দেশাদ্রোহী যারা নিজেদের বিক্রি করে দিয়েছে।  সেটা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। '
 
৫. কোহলি, যুবরাজ, ধোনি- তোমরা সবাই ফিক্সার।  মানুষজনকে বোকা বানানো বন্ধ করো।  যদি তোমাদের ন্যূনতম লজ্জাবোধ থাকে তবে অতি দ্রুত পদত্যাগ করো। '
 
৬. যদি হার্দিক পান্ডিয়া রান করতে পারে তবে তারা শীর্ষ ব্যাটসম্যানরা কেন রান করতে পারবে না? আসলে তারা ম্যাচটি জিততেই চাইছিল না। ''কোহলিকে আজীবন নিষিদ্ধ করা উচিত'
 
৭. গতকাল ম্যাচ ফিক্সিং হয়েছে তা জানতেন না শুধু হার্দিক পান্ডিয়া। যে কারণে সে ম্যাচ জেতার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ফিক্সার জাদেজা দলের হার নিশ্চিত করার জন্য পান্ডিয়াকে রানআউট করে দিল!'
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে