সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৫:২৪:৫৯

ফাইনালে ভারতের পরাজয়ের শোকে এক বাংলাদেশির আত্মহত্যা

ফাইনালে ভারতের পরাজয়ের শোকে এক বাংলাদেশির আত্মহত্যা

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্রিকেটার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আমেজটা শুধু ক্রিকেট কিংবা ওভালেই নয়, ছড়িয়ে পড়েছিলো পুরো ক্রিকেট বিশ্বেই।  চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ফাইনালে ভারতের পরাজয়ের শোকে এক বাংলাদেশি ভারতীয় ক্রিকেট ভক্ত আত্মহত্যা করেছেন।

জামালপুরের গেইটপাড়ার হালিম বিক্রেতা আনিসুর রহমানের ছেলে ২৫ বয়সী বিদ্যুৎ পাকিস্তানের কাছে ভারতের এমন শোচনীয় হার মেনে নিতে না পেরে চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।  তবে পরবর্তীতে জানা যায় ভারত-পাকিস্তানের ম্যাচে বাজির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার রাস্তা বেচে নেয় ২৫ বছর বয়সী বিদ্যুৎ।

জামালপুর গেইটপাড়ার এসআই আকবর হোসেন জানান, “বিদ্যুৎ ভারত বনাম পাকিস্তানের মধ্যেকার খেলায় ভারতে পক্ষে অনেক টাকা বাজি ধরেছিলেন।  ভারত হেরে গেলে বিদ্যুৎ গেইটপাড়ে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহননের পথ বেছে নেন। ”

উল্লেখ্য, ওভালে ফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের ১১৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রানের বিশাল রান দাঁড় করায় পাকিস্তান। ।  ঐদিনে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়েও জ্বলে উঠেছেন পাকিস্তান বোলাররা।

জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত যার ফলে ১৮০ রানের বিশাল রানের জয় পায় পাকিস্তান দল।  ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া (৭৬)।
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে