সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৫:৫১:১৬

সবার উপরে পাক ক্রিকেটার হাসান আলী

সবার উপরে পাক ক্রিকেটার হাসান আলী

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন পাকিস্তানের হাসান আলী। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১৯১ রানের বিনিময়ে ১৩ উইকেট নিয়েছেন তিনি। তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন হাসান। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত ২১ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন তিনি।

এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের। ৩ ম্যাচের ৩ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার। তৃতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের জুনায়েদ খান ও ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট। ৭টি করে উইকেট নিয়ে পরের স্থানেই আছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও ভারতের ভুবেনশ্বর কুমার।
উইকেট শিকারে শীর্ষ বিশজনের মধ্যে নেই কোনো বাংলাদেশি বোলার। ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে এই তালিকায় ২১তম স্থানে রয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোসাদ্দেকই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী।

অষ্টম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
হাসান আলী (পাকিস্তান) ৫ ৫ ৪৪.৩ ১৯১ ১৩
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ৩ ৩ ২৮.০ ১৪২ ৯
জুনায়েদ খান (পাকিস্তান) ৪ ৪ ৩৩.৫ ১৫৫ ৮
লিয়াম প্লাংকেট (ইংল্যান্ড) ৪ ৪ ৩৩.৩ ১৯৬ ৮
আদিল রশিদ (ইংল্যান্ড) ৩ ৩ ৩০.০ ১৪২ ৭
ভুবেনশ্বর কুমার (ভারত) ৫ ৫ ৪২.৩ ১৯৭ ৭।
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে