শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৪:১৩:৪২

এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন কী বাঙালি মেয়ে দীপা?

এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন কী বাঙালি মেয়ে দীপা?

স্পোর্টস ডেস্ক: লিগামেন্টের চোটের জন্য এ বছরের গোড়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি। হাঁটু অস্ত্রোপচারের পর ফিট হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়া হচ্ছে না ওপার বাংলার মেয়ে দীপা কর্মকার।

অক্টোবর মাসে কানাডায় অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।কিন্তু এপ্রিলে দীপার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তিনি ৬ মাসের আগে অনুশীলন শুরু করতে পারবেন না। ফলে এ বছর কোনও প্রতিযোগিতাতেই দীপা যোগ দিতে পারবেন না বলেই মনে করছেন কোচ বিশ্বেশ্বর নন্দী।

বর্তমানে দিল্লিতে রয়েছেন আগরতলার এই বাঙালি জিমন্যাস্ট।বিশ্বেশ্বরের অধীনে রিহ্যাব করছেন। তিনি বলেছেন, চোট পেলে কিছুই করার নেই। যে কোনও অ্যাথলিটই চোট পেলে হতাশ হয়।

তবে আমি এটাকে ধাক্কা হিসেবে দেখছি না। তবে এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। আমি এখন পড়াশোনা করতে চাইছি। গত বছর একটা পরীক্ষা দিয়েছিলাম। এবার আরও একটা পরীক্ষা দিতে চাই।

দীপার কোচ বলেছেন, দীপা শুধু যোগ দেওয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাক,সেটা আমি চাই না। এরকম বড় প্রতিযোগিতার জন্য ওর পক্ষে তৈরি হওয়া সম্ভব হবেও না। চোট সারিয়ে ফিরে আসা চ্যালেঞ্জের।

কিন্তু এটাও মাথায় রাখতে হবে, রিও অলিম্পিক চলাকালীন এক প্রতিযোগী যেভাবে চোট পেয়েছিল, সেভাবেই প্রতিযোগিতা চলাকালীন চোট পাওয়ার আশঙ্কা থাকে। জিমন্যাস্টিক সবসময় বিপজ্জনক। তাই আমি চাই আগামী বছরের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের জন্য তৈরি হোক দীপা।’
২৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে