শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৫:৫৩:৫৯

সাকিবের হঠাৎ রেগে যাওয়া’-এ নিয়ে যা বললেন সাকিবের মা শিরিন আক্তার

সাকিবের হঠাৎ রেগে যাওয়া’-এ নিয়ে যা বললেন সাকিবের মা শিরিন আক্তার

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান এর মায়ের চোখে-মুখে খেলে অপার্থিব আনন্দ। এই ঈদেও ছেলের সঙ্গে তাঁর সময় কাটবে দারুণ। শোনালেন ছেলের গল্প। জানালেন মায়ের চোখে কেমন তাঁর ছেলে। দেশের প্রথম সারির একটি গণমাধ্যম সাকিবের মা (শিরিন আক্তার) এর সাক্ষাৎকার নেয়। এখানে সাকিবের গোপন কাহিনী ফাঁস করে দিলেন তার মা। তার চুম্বক অংশ তুলে ধরা হল-

শিরিন আক্তারের অপেক্ষা-তাঁর ‘ফয়সাল’ বাড়িতে আসবেন কবে। চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে মাত্র ছেলে ফিরেছেন দেশে। গত শনিবার যখন শিরিন আক্তারের সঙ্গে কথা হলো, নিশ্চিত করতে পারেননি সাকিব আল হাসান কবে যাবেন মাগুরায় ঈদ করতে। শুধু ছেলে নয়, গত দুই বছর তাঁদের বাড়ি আলোকিত করে আছে আরও একজন-আলায়না হাসান অউব্রে, সাকিব-কন্যা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। মানুষ সাকিবের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও খেলোয়াড় হওয়ার আগে ও পরের একটা পার্থক্য দৃশ্যমান মা শিরিন আক্তারের চোখে, ‘আগে সে ইচ্ছেমতো ঘুরত-বেড়াত, এখন সেটা পারে না। খেলার ব্যস্ততা থাকায় এখন বেশির ভাগ সময়ে বাইরে থাকে। রাস্তাঘাটে হাঁটলে মানুষ বলে, সাকিব আল হাসান যায়। আগে তো আর এটা বলত না। পার্থক্য বলতে এসবই।’

ছেলের তারকাখ্যাতি শিরিন ভীষণভাবে উপভোগ করেন, ‘আমি ওর সঙ্গে বেশ কয়েক জায়গায় গেছি। এ বছর ভারত-শ্রীলঙ্কা গেলাম। হয়তো কোথাও যাচ্ছি, ঘুরতে বা কেনাকাটা করতে, মানুষ মোবাইল হাতে দৌড়ে আসছে ছবি তুলতে। কি ছোট, কি বড়। দৃশ্যটা দেখতে ভালো লাগে। বুঝি শুধু বাংলাদেশে নয়, বিদেশেও সে জনপ্রিয়।’

সাকিব যে ক্রিকেটার হবেন, সেটি যেন নির্ধারণ হয়ে গিয়েছিল বিকেএসপিতে ভর্তি হওয়ার পরই। কিন্তু শিরিন একটা সময় চাননি ছেলে ক্রিকেটার হোক, ‘এখন তো অনেক বাবা-মা ছেলেকে মাঠে দিয়ে আসেন। তখন এটা ছিল না। আমিও চেয়েছি সে পড়াশোনা করুক। বিকেএসপিতে যখন ভর্তি হলো, ভেবেছি যদি জাতীয় দলে সুযোগ পায়...না হলে পড়াশোনা করবে। ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে।’

মানুষ হিসেবে সাকিবের সততা শিরিনকে সব সময়ই গর্বিত করে। কিন্তু ছেলের হঠাৎ রেগে যাওয়াটা ভাবায় তাঁকে, ‘যখন অনেক বিরক্ত হয়, মানুষ তখনই রাগে। তবে ওর এটা পরিবর্তন করলেই ভালো।’

১১ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে কিংবা ব্যক্তিগত সাফল্যে সাকিবের প্রাপ্তির খাতাটা বহু মণি-মুক্তায় পূর্ণ। তাঁর মা স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। আর সেই দলে থাকবেন সাকিব। মায়ের এই স্বপ্ন পূরণ হলে নিশ্চিত আনন্দ-জোয়ারে ভাসবে ছাপান্ন হাজার বর্গমাইলের এই বঙ্গীয় বদ্বীপ!
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে