শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৬:০৪:১৯

ক্রিকেট থেকে দূরে থাকতে চাই: সৌম্য সরকার

ক্রিকেট থেকে দূরে থাকতে চাই: সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: ‘দেখুন লম্বা একটা সফর শেষে দেশে ফিরলাম। চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো-খারাপ দুটাই ছিল। এখন ছুটিতে আছি। এই সময়টা আমি ক্রিকেট থেকে দূরে থাকতে চাই। ক্রিকেট নিয়ে ভাবতে চাই না।

যখন আবার ক্যাম্প শুরু হবে তখন ক্রিকেট নিয়ে ভাবা শুরু করবো।’ দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন সৌম্য সরকার। এনিয়ে জানতে চাইলে উত্তরটা এভাবেই দেন টাইগার ওপেনার সৌম্য সরকার।

বিশেষ করে কয়েকদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির মতো বড়সড় আসরে সৌম্য সরকারের মলিনভাব চিন্তায় ফেলেছে ক্রিকেটবোদ্ধাদের। সৌম্যর সর্বশেষ পারফরম্যান্সই বলে দিচ্ছে, সময়টা সুখকর যাচ্ছে না তার। ৮৭, ০, ১৯, ২, ২৮,৩,৩ এবং ০। এমন ‘নাজুক’ পারফরম্যান্স তাকে ঠেলে দিয়েছে হতাশার বৃত্তে। উঠেছে নানা প্রশ্ন। জমেছে শঙ্কার কালো মেঘ। চলছে নিন্দুকদের ঝড়ো সমালোচনা।

আগস্টে আর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ আর সেপ্টেম্বরের শেষ দিকে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে সৌম্য সরকারকে হয়তো আরও দুই একটা সুযোগ দিতে পারেন নির্বাচকরা। তাতেও যদি আলো ছড়াতে ব্যর্থ হন সৌম্য। তবে দল থেকে কোপে পড়তে পারেন সৌম্য। বিসিবির বিশ্বস্ত সূত্র থেকে মিলল এমন খবর।

উল্লেখ্য, ২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের। এরপর থেকে অদ্যবধি ৩১টি ওয়ানডে খেলেছেন সৌম্য। করেছেন ৯৫৯ রান। সর্বোচ্চ ১২৭। ব্যাটিং গড় ৩৫.৫১। পাশাপাশি খেলেছেন ৭টি টেস্ট আর ২৪ ম্যাচ টি-টোয়েন্টি। টেস্ট এবং টি-টোয়েন্টিতে সৌম্যর রান সংখ্যা যথাক্রমে ৪৮২ ও ৪৪৩।
২৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে