শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৭:৫৯:০০

‘কোহলি অধিনায়ক হিসেবে ঠিকঠাক পারফর্ম করো নয়তো নেতৃত্ব থাকবে না তোমার’

‘কোহলি অধিনায়ক হিসেবে ঠিকঠাক পারফর্ম করো নয়তো নেতৃত্ব থাকবে না তোমার’

স্পোর্টস ডেস্ক: তাঁর চাপেই শেষপ‌র্যন্ত দল ছাড়তে বাধ্য হয়েছেন হেডকোচ। ফলে এবার দলের দায়িত্ব তাঁকে নিতেই হচ্ছে। চলতি ওয়েস্টইন্ডিজ সফরে বিরাট কোহলির কাছ থেকে সেই ফলই আশা করল ক্রিকেট বোর্ড। টাইমস অব ইন্ডিয়ার খবর অনু‌যায়ী, বিসিসিআই নাকি কোহলিকে জানিয়ে দিয়েছে, ঠিকঠাক পারফর্ম করো নয়তো নেতৃত্ব ছাড়তে হবে।

হেড কোচ অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির সংঘাত গত বেশ কয়েক মাস ধরে চলছিল। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী গত ছমাস নাকি তাদের মধ্যে কথাবার্তাও ছিল না। বোর্ডের বিশেষ কমিটি অবশ্য চেয়েছিল এর মধ্যেই ২০১৯ বিশ্বকাপ প‌যর্ন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়া হবে কুম্বলেকে। তার পরও সরে গেলেন কুম্বলে। অনেকচাই কোহলির গোঁড়ায়তুমিতেই তাঁকে সরতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খরব অনু‌যায়ী, বোর্ডের এক কর্তা জানিয়েছেন, কোচ ইস্যুতে কোহলির ভেটো দেওয়ার অধিকারের কথা মাথায় রেখেই সরে গেছেন কুম্বলে। এখন হেড কোচ চলে ‌যাওয়ার পর গোটা চাপ এসে পড়েছে কোহলির ওপরে। বোর্ডের পক্ষ থেকে কোহলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন হিসেবে ফল করতে না পারলে তাঁকেও নেতৃত্ব থেকে সরে ‌যেতে হবে।
২৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে