রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৮:২০:৩০

‘অবিশ্বাসী’ আমির কি বিশ্বাসী হতে পেরেছেন?

‘অবিশ্বাসী’ আমির কি বিশ্বাসী হতে পেরেছেন?

স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ মোহাম্মদ আমির মাঠে ফিরেছেন বারো মাস আগে। ফেরার পরের সময়টা তার জন্য মসৃণ ছিল না। সতীর্থ থেকে শুরু করে সাবেকদের কথার খোঁচায় বিদ্ধ হতে হয়েছে। আমির সব নীরবে সয়ে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজেকে চিনিয়েছেন নতুন করে। এখন কি তাকে বিশ্বাস করা যায়? অ্যালিস্টার কুক এই প্রশ্নের উত্তর খুঁজছেন।

কাউন্টি ক্লাব এসেক্স আমিরকে দলে টেনেছে। এসেক্স’র অধিনায়ক অ্যালিস্টার কুক। যে টেস্টে ফিক্সিং করেছিলেন আমির সেই ম্যাচেও ইংলিশদের কাপ্তান ছিলেন কুক। আর এখন নিজের দলেই আমিরকে পাচ্ছেন। আমিরকে নিয়ে ভাবনাটা লুকাননি তিনি, ‘ও যেটা করেছে সেটা একদমই ভালো কিছু ছিল না। যদিও সে এর জন্য শাস্তি ভোগ করেছে। যদি আমি দায়িত্বে থাকতাম, আর কেউ এমনটা করতো, তাহলে আর দলে সুযোগ পাওয়া লাগতো না। ওকে এখনো বিশ্বাস করা যায় কি না, বুঝতে পারছি না।’

এসেক্সে পাকিস্তানিদের ইতিহাস খুব একটা ভালো নয়। ১৯৯২ সালে এই দলটিতে খেলে গেছেন সেলিম মালিক, যিনি পরে ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ৮ বছরের জন্য। সর্বশেষ ২০১২ সালে দানিশ কানেরিয়া এই এসেক্সেই ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছেন সারা জীবনের জন্য। আর আমির তো শাস্তি পেয়েই ফিরলেন।

আমির অবশ্য এত কিছু ভাবতেই চান না। কুকের কথার জবাবে শুধু মাথা নাড়িয়ে বলেছেন ‘খুব ভালো, খুব ভালো’। এই ভালো কি ক্ষোভের সুরে বলা নাকি না বুঝে বলা, সেটা কিন্তু পরিষ্কার করেননি আমির।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে