রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৮:৩৮:০৮

'কোহলিকে অকারণেই দোষ দিচ্ছে সবাই!'

'কোহলিকে অকারণেই দোষ দিচ্ছে সবাই!'

স্পোর্টস ডেস্ক: আচরণগত কারণে প্রায়ই আলোচনায় আসেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। চ্যম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুশফিকুর রহিমের আউট উদযাপন করতে গিয়ে জিভ বের করে সমালোচিত হয়েছিলেন তিনি।

তবে তার চেয়েও বর্তমানে কোহলির ওপর দিয়ে যাচ্ছে 'কুম্বলে ঝড়'! ভারতীয় ক্রিকেটাঙ্গনে এটা বলতে গেলে প্রতিষ্ঠিতই হয়ে গেছে যে, কোহলির বিরোধিতার কারণেই কোচের পদ ছাড়তে হয়েছে কুম্বলেকে। কিন্তু এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

অনেক দিন ধরেই কোহলি-কুম্বলে বিবাদের খবর মিডিয়ায় আসছে। চ্যাম্পিয়নস ট্রফির মাঝে একবার শোনা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কোচ হিসেবে থাকবেন কুম্বলে। কিন্তু সবকিছু পাল্টে যায় ফাইনালে পাকিস্তানের কাছে হারার পর। সেই রাতে ড্রেসিংরুমে শিষ্যদের একহাত নেন কুম্বলে। কোচের এই রূঢ় আচরণ অন্য সবাই মানলেও মানতে পারেননি অধিনায়ক কোহলি। সেদিনই তিনি বোর্ডের কাছে অভিযোগ করেন কুম্বলের বিপক্ষে। যার ফলশ্রুতিতেই পদত্যাগের ঘোষণা দেন কুম্বলে। এসব তথ্য ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। কিন্তু অনুরাগ ঠাকুর বললেন অন্য কথা।

সাবেক বিসিসিআই সভাপতি বললেন, "কোহলিকে অকারণে টার্গেট করা হয়েছে। একজন ক্রিকেটারকে অকারণে সমালোচিত করার ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও বর্তমান এবং সাবেক অধিনায়কদের টার্গেট করা হয়েছে। আমি মনে করি এ ধরণের আলোচনা এখনই বন্ধ করা উচিত। ভারতের ক্রিকেটকে আরও ১০ বছর সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে কোহলির। তাই ওকে বিগড়ে দেওয়ার কাজটা না করলেই কি নয়?"

ভারতের সুপ্রিম কোর্টের আদেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল লোকসভা সদস্য অনুরাগ ঠাকুরকে। বর্তমানে তিনি  হিমাচল প্রদেশের অলিম্পিক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন, বিসিসিআইয়ের বর্তমানে যে ছন্নছাড়া দশা, তার চেয়ে আগের কমিটির পরিচালনার কৌশল অনেক ভালো ছিল। কথাটা একেবারে মিথ্যে বলেননি অনুরাগ। বর্তমানে সঠিক নেতৃত্বের অভাবে এবং কমিটিতে গ্রুপিংয়ের কারণে টালমাটাল অবস্থায় আছে ভারতীয় ক্রিকেট প্রশাসন।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে