রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৮:৪৭:৫৬

এবার পাকিস্তানি পুলিশের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার বুমরাহ!

এবার পাকিস্তানি পুলিশের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার বুমরাহ!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর করা সেই 'নো বল' নিয়ে জয়পুর পুলিশ রীতিমতো বিজ্ঞাপন বানিয়েছিল। এটাকে 'ট্রল' হিসেবে নিয়ে বেজায় চটেছিলেন বুমরাহ।
এবার একই পথে হাঁটল পাকিস্তানের ফয়সলাবাদ পুলিশও! রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ করা হল তারকা ভারতীয় পেসারকে নিয়ে। তার নো বলের ছবি নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে ফয়সলাবাদ পুলিশ লিখেছে, 'ডোন্ট ক্রস দ্য লাইন..."।

বুমরাহর 'নো বল'কে অভিনব ভাবে ব্যবহার করেছিল রাজস্থান পুলিশ। ট্রাফিক নিয়ম বলে, পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে। জয়পুর পুলিশ বুমরাহর 'নো বল' এর ছবিকে কাজে লাগিয়েই পথচারীদের পরামর্শ দেয়। পোস্টারে দেখা গিয়েছিল একদিকে জেব্রা ক্রসিং থেকে পিছিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, পথচলতি মানুষ, অন্যদিকে রয়েছে বুমরাহর 'নো বল' ডেলিভারি। সেই ছবির নীচে লেখা রয়েছে, "লাইন একদম টপকাবেন না। তা হলেই কিন্তু বড়সড় মূল্য দিতে হবে। "

জয়পুর পুলিশের পর ফয়সলাবাদ পুলিশও একইভাবে 'কাজে লাগিয়েছিল' বুমরাহর নো বল। নিজেদের ফেসবুক পোস্টে বুমরাহর নো বলের ছবি দিয়ে পাক পুলিশ লিখে দিয়েছিল, ''ডোন্ট ক্রস দ্য লাইন, ইউ নো ইট ক্যান বি কস্টলি"। ফয়সলাবাদ পুলিশের সেই ফেসবুক পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটি রবিবার দুপুর পর্যন্ত শেয়ার করা হয়েছে কয়েক হাজারবার।

জয়পুর পুলিশের এই পোস্টের জবাবে রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন বুমরাহ। পরে অবশ্য জয়পুর পুলিশ 'ক্ষমা' চেয়ে নেয় বুমরাহের কাছে। পাকিস্তান পুলিশকে এখন বুমরাহ কীভাবে জবাব দেন, সেটাই দেখার।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে