রবিবার, ২৫ জুন, ২০১৭, ০৯:৪৯:৪৬

অধিনায়ক মরগ্যানের জায়গায় স্মরণীয় অভিষেক মালানের!

অধিনায়ক মরগ্যানের জায়গায় স্মরণীয় অভিষেক মালানের!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে একদিকে যেমন চলছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ; তার পাশাপাশি চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এউইন মরগ্যানদের টি-টোয়েন্টি সিরিজ। আজ রবিবার কার্ডিফে চলমান সিরিজের শেষ ম্যাচে একটা নাটকীয় ঘটনা ঘটে গেল।
একাদশ থেকে নিজেকে সরিয়ে নিলেন নিয়মিত অধিনায়ক এউইন মরগ্যান। তার জায়গায় টি-টোয়েন্টি অভিষেক হলো দাউয়িদ মালানের! অধিনায়কের জায়গায় এমন অভিষেক হওয়ার ঘটনায় বেশ অবাকই হয়েছে ক্রিকেটবিশ্ব! এদিকে হাফ সেঞ্চুরি করে অভিষেকটা দারুণ উদযাপন করেছেন মালান।

৩ ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে। আজ যারা জিতবে, সিরিজ তাদের। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে মরগ্যানের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, আজকের ম্যাচে বিশ্রামে আছেন মরগ্যান।  তার জায়গায় এবিডি ভিলিয়ার্সের সঙ্গে টস করেছেন জস বাটলার। যাকে প্রায়ই ‘ভারপ্রাপ্ত অধিনায়কের’ দায়িত্ব পালন করতে হয়। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ১৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৩৭ ইনিংস ব্যাট করে ৩৮.১৯ গড়ে তার সংগ্রহ ৮৩২৬ রান। ১৮টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪২টি হাফ সেঞ্চুরি।

তবে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অবস্থা সুবিধার নয়। মাত্র ১৯.৩ ওভারে ১৮০ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। অভিষিক্ত মালান এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বোচ্চ ৭৮ রান করেছেন। অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করতে তিানি খেলেছেন ৪৪ বল। ১২টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি ইমরান তাহিরের বলে ডেন পিটারসেনের তালুবন্দী হন। ম্যাচের ভাগ্যে কী আছে তা সময়ই বলে দেবে, তবে অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল মালানের।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে