রবিবার, ২৫ জুন, ২০১৭, ১০:৩০:৫৫

বিশ্বের প্রথম ক্রিকেট ব্যাটের বেষ্টনী!

বিশ্বের প্রথম ক্রিকেট ব্যাটের বেষ্টনী!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ছোটখাটো একটি ক্রিকেট ক্লাবের মাধ্যমে ক্রিকেট-বিশ্ব দেখল অদ্ভুত এক জিনিস। সেখানে অনেকগুলো ক্রিকেট ব্যাট দিয়ে বানানো হয়েছে দৃষ্টিনন্দন বেড়া বা বেষ্টনী। ক্রিকেট ব্যাট দিয়ে তৈরি বিশ্বের প্রথম বেষ্টনী এটি।

পশ্চিম অস্ট্রেলিয়ার নারিক্কাপ ক্রিকেট ক্লাবের উদ্যোগে বানানো হয়েছে এই ক্রিকেট ব্যাটের বেষ্টনী। এটি তৈরি করা হয়েছে মূলত ক্রিস নর্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ক্রিস নর্টন নারিক্কাপ ক্রিকেট ক্লাবের এলিট সদস্য, যিনি ২০১১ সালে অবসর গ্রহণের মাধ্যমে নারিক্কাপ ক্রিকেট ক্লাবে ৪০ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটানা।

নর্টন পরিবার অবশ্য নারিক্কাপ ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত বেশ দীর্ঘ সময় ধরেই। ক্রিস নর্টনের দাদা জর্জ নর্টন ছিলেন ক্লাবের আসল প্রেসিডেন্ট, যেখানে ক্রিসের বাবা এরিক নর্টন ক্লাবের আজীবন সেবা সদস্য। ক্রিসের ছেলে জেরাড নর্টন আবার এই মুহূর্তে ক্লাবের একজন খেলোয়াড়।

নর্টন গেট নামে মাঠে একটি প্রবেশপথও তৈরি করা হয়েছে যাতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে পুরনো ক্রিকেট ব্যাট। এই প্রবেশদ্বার দিয়ে মাঠে ঢুকবেন হোম ম্যাচের আম্পায়ার এবং ক্রিকেটারেরা।

স্থানীয় প্রেসিডেন্ট টনি পোড জানান, এরকম বেষ্টনী বিশ্বে এটিই প্রথম।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে