রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ১২:৫৮:৫৩

বিশ্বকাপে সরাসরি খেলার হাতছানি ওয়েস্ট ইন্ডিজের, বাদ পড়ছে কে?

 বিশ্বকাপে সরাসরি খেলার হাতছানি ওয়েস্ট ইন্ডিজের, বাদ পড়ছে কে?

স্পোর্টস ডেস্ক: বর্তমানে কঠিন এক সমীকরনের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।  সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার লজ্জাজনক হারে বিপদসীমায় রয়েছে শ্রীলঙ্কা।  আর জিম্বাবুয়ের জয়ে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার আশার আলো দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে সরাসরি খেলার হাতছানি ওয়েস্ট ইন্ডিজের, বাদ পড়ছে কে? ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে পয়েন্টের ব্যবধান প্রায় ১০।

সম্প্রতি নিজ মাঠে ভারতের কাছে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।  পক্ষান্তরে নিজ মাঠে জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা।  যার ফলে ওযানডে টিম র‌্যাংকিংয়ে পরিবর্তন এসেছে।  

ফলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষ আটে উঠে আসার স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।  ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসির নিয়মনুযায়ী, চলমান বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিং-এর শীর্ষ আট সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে।

আইসিসির নিয়নুযায়ী, শীর্ষ আটের মধ্যে থাকার ভালো সুযোগ পেয়েছিলো শ্রীলঙ্কা।  জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ বা ৫-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জিতলেই বিশ্বকাপে সরাসরি খেলাটা অনেকাংশেই নিশ্চিত হয়ে যেতো লংকানদের।  কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে সুযোগ হাতছাড়া করলো তারা।  

ফলে বিশ্বকাপে সরাসরি খেলার কিঞ্চিৎ সম্ভাবনা জেগেছে ওয়েস্ট ইন্ডিজের।  ৯৩ রেটিং নিয়ে আট নম্বরে থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলো শ্রীলঙ্কা।  সিরিজ হেরে যাওয়ায় লঙ্কানদের রেটিং এখন ৮৮।  ওয়েস্ট ইন্ডিজের ৭৮।  তাই লঙ্কানদের সাথে ক্যারিবীয়দের রেটিং-এর ব্যবধান ১০।

দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দু’টি বা তার বেশি ম্যাচ জিতলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে যাবে শ্রীলঙ্কা।  এতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ফল কোনো প্রভাব ফেলবে না র‌্যাংকিং-এ।
তবে ভারতের বিপক্ষে অন্তত দু’টি ম্যাচ যদি জিততে না পারে শ্রীলঙ্কা, তবেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ তৈরি হবে ওয়েস্ট ইন্ডিজের।

যদি ভারতের কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে শ্রীলঙ্কা, তবে ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।  আর যদি ভারতের কাছে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা, তবে ইংলিশদের বিপক্ষে অন্ততপক্ষে ৪-০ ব্যবধানে জিতলেই চলবে ক্যারিবীয়দের।

তাই আসন্ন সিরিজ দু’টি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।  বিশ্বকাপের মঞ্চে সরাসরি যেতে হলে র‌্যাংকিং-এ শীর্ষ আটে থাকতে হবে তাদের।  আর যদি না পারে, তবে বাছাই পর্বে খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।
১৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে