রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ০৬:০৯:২৬

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জিওফকেও ছাড়িয়ে গেলেন হাশিম আমলা

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জিওফকেও ছাড়িয়ে গেলেন হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক: ট্রেন্ট ব্রিজ টেস্টের আগে দারুণ এক মাইলফলকের সামনে ছিলেন হাশিম আমলা।  প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলার পথে চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার টেস্ট রানের মাইলফলক গড়েন এই তারকা ব্যাটসম্যান।

রোববার দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করার পথে স্বদেশি এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের কিংবদন্তি তারকা এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জিওফ বয়কটকে ছাড়িয়ে গেলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।

রোববার টেস্টের তৃতীয় দিন লিয়াম ডওসনের করা ৪০তম ওভারের শেষ বলে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ৪৫ রানে পৌঁছেন আমলা।  এরইমধ্য দিয়ে টেস্ট রানের দিক থেকে বয়কটকে ছাড়িয়ে যান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।  এর আগে ব্যক্তিগত ৪ রানে পৌঁছার সময় ছাড়িয়ে যান জাতীয় দলের সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে; যিনি আপাতত টেস্ট থেকে দূরে রয়েছেন।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার বয়কট দেশের হয়ে ১০৮ টেস্টে ২২টি সেঞ্চুরি এবং ৪২টি হাফসেঞ্চুরির সাহায্যে ৮,১১৪ রান করেছেন।  এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৫ টেস্টে আমলার রানসংখ্যা ৮,১১৯।  ২৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন তিনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৬ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত
১৬ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে