সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ১১:১৩:৫৫

বিপিএলে এবার কোন দলের হয়ে খেলবেন টাইগার তামিম?

 বিপিএলে এবার কোন দলের হয়ে খেলবেন টাইগার তামিম?

স্পোর্টস ডেস্ক: বিপিএল শুরুর এখনও প্রায় সাড়ে তিন মাস বাকি; কিন্তু এবার আগেই শুরু হয়েছে  বিপিএলের তারকা ক্রিকেটারদের কেনার হিড়িক! বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া আর আইকন ক্রিকেটার দলে ভেড়ানোর কাজও চলছে।

তবে নতুন খবর হচ্ছে তামিমকে পাচ্ছেনা চিটাগাং ভাইকিংস। আরেকটি খবর হচ্ছে তামিমই এবার হতে যাচ্ছেন বিপিলের সবচেয়ে দামী খেলোয়ার। বিপিএলে এবার কোন দলের হয়ে খেলবেন টাইগার তামিম?

৫ মাস আগেই প্রায় প্রতিটি দলেরই কোচ নিয়োগ এক রকম শেষ। সেই সঙ্গে দেশের তারকা আইকন ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রক্রিয়াও চলছে জোরেসোরে। ভেতরের খবর, এবার আইকন ক্রিকেটারদের প্রায় বেশির ভাগই দল পাল্টাবেন।

অর্থাৎ আগেরবার যে দলে খেলেছেন, এবার সেই দল ছেড়ে নতুন ঠিকানা বেছে নেবেন।এখন পর্যন্ত যতদূর জানা গেছে, তাতে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া মাশরাফি, মুশফিক ও তামিম- তিনজনই পুরনো দল ছেড়ে এবার নতুন দলে নাম লেখাতে যাচ্ছেন।

এছাড়া, কুমিল্লা ছেড়ে মাশরাফি রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন এমন খবর তো রীতিমত ক্রিকেট পাড়ায় আলোড়ন তৈরি করেছে। দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট হাউজ বসুন্ধরা গ্রুপ এবার রংপুরের মালিকানা কিনে নিয়েছে। একটি উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র মোটামুটি নিশ্চিত করেছে, মাশরাফি কুমিল্লা ছেড়ে এবার রংপুরে নাম লেখাতে যাচ্ছেন।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে পেতে রংপুর ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ কম দেখাচ্ছে না। দু’পক্ষের কথা-বার্তাও নাকি একরকম চূড়ান্ত।

প্রশ্ন উঠেছে মাশরাফি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে দিলে তার জায়গা নেবেন কে? ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, তামিম ইকবালই হয়তো কুমিল্লায় মাশরাফির খালি জায়গাটা পূরণ করবেন। দেশসেরা এই ওপেনারের সাথে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির কথা-বার্তা নাকি মোটামুটি চূড়ান্ত। শুধু আনুষ্ঠানিকতাটুকুই বাকি।

তামিম ইকবালের ঘনিষ্ঠ মহলও তার কুমিল্লায় খেলার কথা জানিয়েছে। তবে একটি প্রশ্ন উঠেছে। তা হলো তামিম ইকবালের পুরনো শিবির চিটাগাং ভাইকিংসও নাকি তাকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর। তারাও যেকোনো মূল্যে তামিমকে দলে রাখতে আগ্রহী।

যদি তাই হয়, তাহলে তামিম ইকবালকে নিয়ে চিটাগাং ও কুমিল্লার মধ্যে একটা লড়াই হয়ে যাবে। তাতে তামিম ইকবালেরই লাভ হবে। কে জানে, তার মূল্যই হয়তো হবে সর্বাধিক। এখন দেখার বিষয়  ঘরের ছেলে তামিমকে তারা ধরে রাখতে পারে কিনা?
১৭ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে