সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ১১:৫৬:৩৫

শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের কল্পনাতীত সাফল্য

শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের কল্পনাতীত সাফল্য

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ে স্বপ্নের মত ক্রিকেটে ফিরছে বললে ভুল হবেনা।  দুর্দান্ত পারফরম্যান্স করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন  শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে দিচ্ছে।  শিংহলিদের নাকানি-চুবানি মত অবস্থা করে দিচ্ছে জিম্বাবুয়ে।  সবার ধারণা  গ্রায়েম ক্রেমার, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, হ্যামিল্টন মাসাকাদজারা সোনালি দিন পার করছেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের ৩-২ ব্যবধানে পরাজিত করেছে জিম্বাবুয়ে।  দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে।  একমাত্র টেস্টেও ভালো অবস্থানে আছে সফরকারীরা।  ইতোমধ্যে তারা পেয়ে গেছে ২৬২ রানের লিড।

তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৬২ রান তোলে জিম্বাবুয়ে।  সিকান্দার রাজা ৯৭ এবং ম্যালকম ওয়ালার অপরাজিত আছেন ৫৭ রানে।  আজ যদি আরও ১০০ রান যোগ করতে পারে, তাহলে জয়ের পাল্লা ভারি হবে জিম্বাবুয়ের।  এমনটাই মনে করেন ওয়ালার।  জানালেন, ওয়ানডে সিরিজ জয়ের জিম্বাবুয়ে এখন মানসিকভাবে অনেক এগিয়ে।

ওয়ালারের ভাষায়, ওয়ানডে সিরিজ জয়ের পর আমাদের ছেলেরা এখন ইতিবাচক খেলাই খেলছে।  সেই জয় আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে সাহায্য করছে।  আমি মনে করি, এখানে আমাদের সামনে দারুণ একটি সুযোগ রয়েছে (টেস্ট জয়)।  আর ১০০ রান দরকার! আপনি জানেন না, শেষ পর্যন্ত কী হবে! তবে সেটা সত্যিই লড়াই করার মতো পুঁজি হবে। ’
১৭ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে