সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ০৪:০৬:৩৪

এবারের বিপিএলে মাশরাফি তুমি কার?

 এবারের বিপিএলে মাশরাফি তুমি কার?

স্পোর্টস ডেস্ক:  এবারের বিপিএলে মাশরাফি তুমি কার? দিনক্ষণের হিসাবে বিপিএল শুরুর এখনও প্রায় সাড়ে তিন মাস বাকি; কিন্তু বিপিএলের ঢামাডোল অনেক আগে থেকেই বাজতে শুরু করেছে! বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া আর আইকন ক্রিকেটার দলে ভেড়ানোর কাজও চলছে জোর কদমে।

ইতোমধ্যেই প্রায় প্রতিটি দলেরই কোচ নিয়োগ একরকম শেষ। সেই সঙ্গে দেশের তারকা আইকন ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রক্রিয়াও চলছে জোরেসোরে। ভেতরের খবর, এবার আইকন ক্রিকেটারদের প্রায় বেশির ভাগই দল পাল্টাবেন। মানে আগেরবার যে দলে খেলেছেন, এবার সেই দল ছেড়ে নতুন ঠিকানা বেছে নেবেন।

ইতোমধ্যে দুই দলের আইকন ক্রিকেটারও নিশ্চিত করেছে দলগুলোর কর্ণধার। গত আসরের মতো এবারের আসরেও খুলনা টাইটানসের হয়ে খেলবেন অল-রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আপাতত এই দুল দল নিজেদের আইকন ক্রিকেটার নিশ্চিত করলেও টুর্নামেন্টের অংশগ্রহণকারী বাকি দলগুলোও আইকন ক্রিকেটারদের সাথে চুক্তি করে নিচ্ছে। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানন্স ফ্র্যাঞ্চাইজির সাথে দল নিয়ে মতবিরোধ ছিল অধিনায়ক মাশরাফি মর্তুজার। বেশ কয়েকদিন আগে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে আসন্ন আসরে কুমিল্লা ছাড়ছেন তিনি।

এদিকে কুমিল্লা ছাড়লে কোন দলে যোগ দিবেন মাশরাফি- তা নিয়েও আলোচনা কম হয়নি ক্রিকেটপাড়ায়। এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। দুই পক্ষের মধ্যে কথা-বার্তাও এক প্রকার নিশ্চিত বলা যায়, তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক কিংবা নিশ্চিতভাবে কিছুই জানায়নি রংপুর।

অন্যদিকে গুঞ্জন উঠেছে মাশরাফি কুমিল্লা ছাড়লে ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে এবারের আসর কাঁপাবেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এক গোপন সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে অনেকদূরই এগিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এবং তামিম।

তামিম ইকবালের ঘনিষ্ঠ মহলও তার কুমিল্লায় খেলার কথা জানিয়েছে। তবে একটি প্রশ্ন উঠেছে। তা হলো তামিম ইকবালের পুরনো শিবির চিটাগাং ভাইকিংসও নাকি তাকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর। তারাও যেকোনো মূল্যে তামিমকে দলে রাখতে আগ্রহী।

যদি তাই হয়, তাহলে তামিম ইকবালকে নিয়ে চিটাগাং ও কুমিল্লার মধ্যে একটা লড়াই হয়ে যাবে। তাতে তামিম ইকবালেরই লাভ হবে। কে জানে, তার মূল্যই হয়তো হবে সর্বাধিক।

তামিম, মাশরাফির পর এবারের আসরে দল পরিবর্তন হচ্ছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও। জানা গেছে, এবারের আসরে ঘরের ছেলে মুশফিককেই চাচ্ছেন রাজশাহী কিংস। দুই পক্ষের মধ্যে কথা-বার্তা এক প্রকার নিশ্চিতই শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি।

কারণ বরিশাল বুলসের সাথে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না মুশফিকুর রহীমের। ফ্র্যাঞ্চাইজিদের সাথে মনোমালিন্য চলছিল অধিনায়ক মুশফিকের। এ উত্তপ্ত কড়াইয়ে গরম ঘি ঢাললেন ফ্রাঞ্চাইজিটির অন্যতম মালিক আবদুল আওয়াল চৌধুরী ভুলু।

তিনি হঠাৎই এক টিভি সাক্ষাৎকারে অধিনায়ক মুশফিককে উশৃঙ্খল, বাজে অধিনায়ক হিসেবে মন্তব্য করেছেন। পাশাপাশি মুশফিকে দায়িত্ব ও কর্তব্যবোধেরও সমালোচনা করেছেন। তা নিয়ে এখন উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। এরকম পরিস্থিতিতে মুশফিকের বরিশাল বুলসের হয়ে খেলার সম্ভাবনা কমতে কমতে শূন্যের কোঠায় চলে এসেছে।
১৭ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে