সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ০৪:৫৯:২৯

এবার ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানের আরো দুই ক্রিকেটার

এবার ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানের আরো দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কেলেঙ্কারি পাকিস্তান ক্রিকেটে নতুন নয়।  দলের অনেক ক্রিকেটারই জড়িয়েছেন এই কাজে।  ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, সালমান বাট , মোহাম্মদ আসিফ সহ আরো অনেক ক্রিকেটার।  তবে নতুন করে ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানের আরো দুই ক্রিকেটারের উপর অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ে কেলেঙ্কারিতে নাম উঠেছে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের।  তবে এই তদন্ত চালিয়ে যেতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  পিএসএলে ফিক্সিং কেলেঙ্কারিতে চার্জ-শিট করা হয়েছে খালিদ লতিফ ও ওপেনার শারজিল খানের উপর।

এই দুইজন বাদেও নাম উঠে এসেছে আরো দুইজন ক্রিকেটারের।  পাকিস্তানের দৈনিক ‘জাং’ পত্রিকার তথ্য অনুযায়ী ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ব্যাটসম্যান উমর আকমাল ও মোহাম্মদ সামির উপর।  তবে এই দুইজন ক্রিকেটারের উপর এখনো চার্জ-শিট গঠন করা হয়নি।

এক সুত্র জানিয়েছে, “উমর আকমাল ও সামির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।  এনসিএ অফিশিয়ালরা জানায় জুয়াড়ি মোহাম্মদ ইউসুফের মুখে তাঁদের দুই জনের নাম বেশ কয়েকবার শুনা গিয়েছে। ”
এমিটিনউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে