বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০৫:১৯:২৪

দুই নম্বরই করে বিশ্বকাপ জিতেছে ভারত! তদন্তের দাবি

দুই নম্বরই করে বিশ্বকাপ জিতেছে ভারত! তদন্তের দাবি

স্পোর্টস ডেস্ক: ওয়াংখেড়েতে ভারতকে ম্যাচ ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা৷ ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাদামাটা পারফর্ম্যান্স দেখে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক রণতুঙ্গা৷

ম্যাচ গড়াপেটা অথ্যাৎ দুই নম্বরই করার এই অভিযোগ খতিয়ে দেখতে এবার লিখিত আবেদনের আহ্বান জানালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর৷লিখিত অভিযোগ পেলেই তদন্তের পথে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বুধবার সেকথাই বুঝিয়ে দিল শ্রীলঙ্কান ক্রীড়া বোর্ড৷

ধারাভাষ্যকার প্যানেলে থাকায় ম্যাচের দিন স্টেডিয়ামে বসেই দলকে হারতে দেখেছেন রণাতুঙ্গা৷ এরপরই দলের পারফরম্যান্স দেখে তাঁর সন্দেহ হয়। কোন ক্রিকেটার নাম না করলেও পুর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছিলেন তিনি৷

উল্লেখ্য জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমবার একদিনের সিরিজে পর্যুদস্ত হওয়ার পরই ২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা করে ম্যাচ ছেড়ে দেওয়া নিয়ে নানা মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়৷ সে ম্যাচে ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷

একা রণতুঙ্গা নয়, প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিদানন্দা আলুথগামাগেও ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছেন। তিনি দাবি করেন ফাইনালের দিন শ্রীলঙ্কার এক সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে একাধিকবার সিগারেট খেয়েছিলেন।

এখানেই শেষ নয়, ম্যাচ হেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তৎকালীন অধিনায়ক।এমন কি তাঁর চোখে একাধিক সন্দেহজনক ঘটনা ধরা পড়ায় সবদিক খতিয়ে দেখতে তৎকালীন ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিকেও তদন্তের প্রস্তাব দিয়েছিলেন মাহিদানন্দা৷
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে