শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ০৫:০৭:০৬

ব্যাট নিয়ে বড় সমস্যায় পড়লেন গেইল-ওয়ার্নার-ধোনিরা

ব্যাট নিয়ে বড় সমস্যায় পড়লেন গেইল-ওয়ার্নার-ধোনিরা

স্পোর্টস ডেস্ক: ব্যাটের আকৃতি নিয়ে নতুন নিয়ম চালু করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আসছে ১ অক্টোবর থেকে নিয়মটি কার্যকর হচ্ছে। এমনটি হলে বেশ সমস্যায় পড়তে হবে ধোনি, গেইল, ওয়ার্নার, পোলার্ডদের।

ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এ নিয়ম অনুযায়ী, ব্যাটের মাপ হবে ১০৮ মিলিমিটার চওড়া, ৬৭ মিলিমিটার মোটা ও ৪০ মিলিমিটার প্রান্ত।

এতদিন নিজেদের পছন্দসই ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারি ব্যাটের দিকেই বেশি নজর ছিল বিগ হিটারদের। কারণ, বেশি পুরু-ভারি ব্যাট দিয়ে বলে মোটামুটি হিট করলেই বাউন্ডারি হতো।

এ যেমন ধরুন মহেন্দ্র সিং ধোনির ব্যাটের প্রান্ত ছিল ৪৫ মিলিমিটার। এরকম ব্যাট দিয়েই বল পেটাতেন তিনি। নতুন নিয়মে ব্যাটের পুরুত্বও কমাতে হবে সাবেক ভারতীয় অধিনায়ককে। তবে আসছে শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট নিয়েই মাঠে নামতে পারবেন মাহি।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ডও পুরু-ভারি ব্যাট দিয়ে খেলেন। তারা সবাই সেরকম ব্যাটে খেলে অভ্যস্ত। সবাই এখন প্রতিষ্ঠিত বিধ্বংসী ব্যাটসম্যান। নতুন নিয়মে তাদের ব্যাট পাল্টাতে হবে। এ নিয়ে তাই সমস্যাই পড়তেই হতে পারে ব্যাটিং দানবদের।

ধোনি-গেইল-ওয়ার্নারদের ব্যাট পাল্টাতে হলেও বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ ও জো রুটের নতুন নিয়মে কোনো সমস্যা হবে না। তারা সবাই বেশ আগ থেকেই নতুন আইন অনুযায়ী ব্যাট ব্যবহার করছেন। তাদের সবার ব্যাটের পুরুত্ব এখন ৪০ মিলিমিটারের চেয়েও কম।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে