শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ০৭:৩৫:২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন ওয়ার্নার-মরিস!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন ওয়ার্নার-মরিস!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মালিকানার অধীনে শক্তিশালী দল গড়তে উঠে-পড়ে লেগেছে রংপুর রাইডার্স। দলটি এরই মধ্যে এক্ষেত্রে অনেকটাই সফল। দলে যুক্ত হত পারেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস।

আসছে ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরের জন্য এরই মধ্যে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে দলে স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা, ক্রিস গেইল, আরাফাত সানি, রুবেল হোসেন ও কুশল পেরেরার অন্তর্ভুক্তি।

বৃহস্পতিবার রংপুর রাইডার্সের ফেসবুক ফ্যানপেজে দেয়া স্ট্যাটাসে বলা হয়েছে, বিপিএল সিজন ফাইভে চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় রংপুর রাইডার্স। শ্রীলঙ্কার কুশল পেরেরা দলটির নতুন সংযোজন। ক্রিস গেইল তিনচারেক ম্যাচ খেলবেন আসরের শেষদিকে। ক্রিস মরিস ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের সঙ্গে হচ্ছে আলাপ।

ওয়ার্নার ও মরিসকে দলে নিতে এরই মধ্যে তাদের সঙ্গে আলোচনাও বেশ দূর পর্যন্ত এগিয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।

তিনি জানান, ভক্ত ও দর্শকরা টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের কাছ থেকে বিধ্বংসী ব্যাটিং দেখতে চায়। আমরাও তাই অলরাউন্ডারদের অন্তর্ভুক্ত করে স্কোয়াডে ভারসাম্য ধরে রাখতে চাই। এ লক্ষ্য থেকে ওয়ার্নার ও মরিসের সঙ্গে কথা বলছি।

খুব শিগগিরই আমরা তাদের খবর আপনাদের নিশ্চিত করতে পারবো। তিনি আরো জানান, যখন বিপিএল হবে, প্রায় তখনই গ্লোবাল টি-টোয়েন্টি থাকায় অনেক বিদেশি ক্রিকেটারকে দলে নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে